Abu Hasem: ‘সংখ্যালঘুদের NRC-র মিথ্যে ভয় দেখাচ্ছে তৃণমূল’, অভিষেককে নিশানা করতে গিয়ে কংগ্রেস সাংসদের গলায় বিজেপি-স্তুতি

Abu Hasem: তিনি বলেন, "মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘুরাও এখন ভালটা বুঝে গিয়েছে। তাই তৃণমূল ছেড়ে দিচ্ছে। ভয় দেখিয়ে, ভয়ঙ্কর চাপ দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সঙ্গে এসেছে এই ভাঙন রুখতে। কিন্তু তাঁদের আর থামানো যাবে না।"

Abu Hasem: ‘সংখ্যালঘুদের NRC-র মিথ্যে ভয় দেখাচ্ছে তৃণমূল’, অভিষেককে নিশানা করতে গিয়ে কংগ্রেস সাংসদের গলায় বিজেপি-স্তুতি
আবু হাসেম খান চৌধুরী
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 5:56 PM

মালদহ: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে গিয়ে মালদহের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে বিঁধেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা দিলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তিনি বলেন, “মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘুরাও এখন ভালটা বুঝে গিয়েছে। তাই তৃণমূল ছেড়ে দিচ্ছে। ভয় দেখিয়ে, ভয়ঙ্কর চাপ দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সঙ্গে এসেছে এই ভাঙন রুখতে। কিন্তু তাঁদের আর থামানো যাবে না।” পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির প্রশংসাও করেন তিনি। কংগ্রেস সাংসদের আরও বিস্ফোরক কথা, “তৃণমূলে গোষ্ঠী কোন্দল চূড়ান্ত। মৌসমের মতো নেত্রীকে কোণঠাসা করে রাখা হয়েছে। তাঁকে একরকম বসিয়ে রাখা হয়েছে।”

পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জেলার রাজনৈতিক সমীকরণ এমনিতেই বদলাতে শুরু করেছে। গত কয়েক মাসে মালদহে তৃণমূলের ভাঙন অব্যহত। চাঁচলের পর রতুয়াতেও শাসক শিবিরে ভাঙন ধরেছে। ব্লক তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলে যোগ দেন। সাগরদিঘি উপনির্বাচনের ফলও কংগ্রেসকে অক্সিজেন জুগিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, তাই হয়তো এই ফল নিয়ে অস্বস্তিতে তৃণমূলও। তাই মালদার মাটিতে দাঁড়িয়েও অভিষেক প্রধান বিরোধী বিজেপিতে বিঁধতেই কংগ্রেসের প্রসঙ্গ টেনে এনেছেন। অভিষেক বলেছেন, “এখানে তো কংগ্রেস সাংসদ। কিন্তু তাঁরা কোনও দিন বাংলার মানুষের টাকা ছাড়তে হবে এই দাবি তোলেনি। তৃণমূল কখনই বিজেপির কাছে মাথা নত করেনি আর করবেও না।”

এ দিন মালদহে দাঁড়িয়ে কংগ্রেস-বিজেপির সেটিং তত্ত্ব খাঁড়া করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কংগ্রেসের দু’জন সাংসদ তলায় তলায় বিজেপির সঙ্গে সেটিং করছে। অমিত শাহ যে এনআরসি করতে চায়, তার দফতরের অধীন সিআরপিএফ অধীরকে পাহারা দেয়।” অভিষেকের আরও কটাক্ষ, “অধীর দিদির পুলিশ চায় না। অমিত শাহের পুলিশ চায়।” আবু হাসেম খান চৌধুরীর নাম করে অভিষেকের তোপ, “এই মালদহে আবু হাসেম খান চৌধুরী, খগেন মুর্মু কোনও প্রকল্প ছিনিয়ে এনেছেন, এমন উদাহরণ দিতে পারলে জনসংযোগ যাত্রা থামিয়ে দেব।”

অভিষেকের মন্তব্যের পাল্টা দেন আবু হাসেম খান চৌধুরীও। পাশাপাশি তাঁর গলায় বিজেপি-প্রীতির সুরও শোনা গিয়েছে। তিনি বলেন, “সংখ্যালঘুদের NRC-এর মিথ্যে ভয় দেখানো হয়েছে। বলা হয়েছে বিজেপি সংখ্যালঘুদের তাড়িয়ে দেবে। অথচ আজ ভারতের বেশিরভাগ রাজ্যেই বিজেপির সরকার। সেখানে তাঁরা ভাল আছে। আজ মালদা মুর্শিদাবাদেও সংখ্যালঘুরা বুঝে গিয়েছে। তাই, তাঁরা তৃণমূল ছাড়ছে।”