Maldah: মেয়ের বিয়ের জন্য কেনা শাড়ি-গয়না, মুহূর্তে আগুনে সব ছাই
Maldah: অগ্নিকাণ্ডের ঘটনায় ছাগল ও গরু-সহ আটটি গবাদি পশু, খাদ্য সামগ্রী, ধান, গম পুড়ে যায়। ক্ষতি হয় বাড়ির আসবাবপত্র, জামাকাপড়েরও।
মালদহ: আগুনের (Fire) গ্রাসে মেয়ের বিয়ের জন্য জমানো টাকা পয়সা, গয়না। কপালে হাত বাবার। চাঁচলে তিনটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বৃহস্পতিবার ভোরের দিকে। মালদার (Maldah) চাঁচল ২ ব্লকের ভাকরি গ্রামপঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। হারোহাজরা গ্রামের ইটভাটার শ্রমিক রশিদ আলি। তাঁর বাড়িতেই আগুন লাগে এদিন। রশিদ আলির দুই ছেলে আশরাফুল ও আতাউর রহমান। তাঁদের ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় ছাগল ও গরু-সহ আটটি গবাদি পশু, খাদ্য সামগ্রী, ধান, গম পুড়ে যায়। ক্ষতি হয় বাড়ির আসবাবপত্র, জামাকাপড়েরও।
ঘরে রাখা ছিল মেয়ের বিয়ের জন্য কেনা নগদ টাকা ও সোনার গয়না সবকিছুই নষ্ট হয় এই আগুনে। তিনটি পরিবারের ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, ভোরের দিকে হঠাৎই আগুন লেগে যায়।
আগুন দেখতে পেয়েই পরিবারের লোকজনের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। পাশাপাশি চাঁচলের অগ্নিনির্বাপক কেন্দ্রে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। গ্রামবাসী ও দমকলবাহিনীর চেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে এলেও পরিবারগুলির সবকিছুই বিধ্বংসী আগুনে পুড়ে যায়। সূত্রের খবর, বাড়ির গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য শুকনো খড়ে আগুন দিয়ে ধোঁয়া দেওয়া হয়। আর তা থেকেই আগুন লাগে বলে জানা গিয়েছে।