Gunman in Malda School: ‘পাগল লোক ছাড়া এমন কাজ কেউ করবে না’, TV9 বাংলায় এক্সক্লুসিভ স্কুলে বন্দুকবাজের স্ত্রী

Malda School: মালদার স্কুলে চড়াও বন্দুকবাজের স্ত্রীর এক্সক্লুসিভ প্রতিক্রিয়া টিভি নাইন বাংলায়। বন্দুকধারী দেবকুমার বল্লভের স্ত্রী রীতা বল্লভের দাবি, শুরু থেকেই তাঁর স্বামী মানসিক সমস্যায় ভুগছেন। স্বামীর আনা অপহরণের অভিযোগও ঠিক নয় বলে জানিয়েছেন রীতা বল্লভ।

Gunman in Malda School: 'পাগল লোক ছাড়া এমন কাজ কেউ করবে না', TV9 বাংলায় এক্সক্লুসিভ স্কুলে বন্দুকবাজের স্ত্রী
কী বলছেন দেবকুমারের স্ত্রী?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 8:56 PM

মালদা: বুধবার মালদার স্কুলে (Malda School) যে ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছি, তাতে শিউরে উঠেছে গোটা বাংলা। ক্লাসরুমে বন্দুকহাতে (Gunman in School) ঢুকে পড়েছিল এক ব্যক্তি। বন্দুক উঁচিয়ে অভিযোগ তুলছিল শাসক দল ও প্রশাসনের বিরুদ্ধে। বন্দুকবাজ অভিযোগ তুলেছিল, বছর দুয়েক আগে তাঁর স্ত্রী-পুত্রকে অপহরণ করা হয়েছিল, কিন্তু প্রশাসন নাকি কোনও ব্যবস্থাই নেয়নি। সেই ঘটনার পর এবার মালদার স্কুলে চড়াও বন্দুকবাজের স্ত্রীর এক্সক্লুসিভ প্রতিক্রিয়া টিভি নাইন বাংলায়। বন্দুকধারী দেবকুমার বল্লভের স্ত্রী রীতা বল্লভের দাবি, শুরু থেকেই তাঁর স্বামী মানসিক সমস্যায় ভুগছেন। স্বামীর আনা অপহরণের অভিযোগও ঠিক নয় বলে জানিয়েছেন রীতা বল্লভ। দেবকুমারের স্ত্রী এও জানালেন, তিনি বর্তমানে তাঁর বাবার বাড়িতে থাকেন।

টিভি নাইন বাংলার প্রতিনিধি দেবকুমারের স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘উনি আমার স্বামী। এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। শুরু থেকেই তাঁর মানসিক সমস্যা ছিল। কিন্তু এতটা ছিল না। এখন দিন যত যাচ্ছে… এতটা হয়ে যাবে বুঝতেও পারিনি।’ রীতা দেবীর বক্তব্য, ‘একজন পাগল লোক ছাড়া এমন কাজ কেউ করবে না। একজন ভাল মানুষ তো নিশ্চয়ই এরকম করবে না।’ গতকাল বন্দুক উঁচিয়ে যে অপহরণের অভিযোগ তুলেছিল দেবকুমার সেই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল রীতাদেবী। জবাবে তিনি বলেন, ‘না না, ওর তো নিজেরই মাথার ঠিক নেই।’ সন্তানকে নিয়ে এখন বাপের বাড়িতেই থাকেন দেবকুমারের স্ত্রী। বিগত কয়েকদিনে স্বামীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলেও দাবি তাঁর। বললেন,’১৫-১৬ দিন আগে একবার ফোন করেছিলাম।’

আর এখানেই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। যদি সত্যিই দেবকুমার মানসিক ভারসাম্যহীন হয়, তাহলে তাঁর কাছে এই অস্ত্র এল কীভাবে? অনেকদিন আগেই মোটা টাকা দিয়ে বিহারের এক অস্ত্র ব্যবসায়ীর থেকে কিনেছিল সেভেন এমএম পিস্তল। সেই কথা নিজেই সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছে দেবকুমার।