Extramarital Affair: কেলেঙ্কারি কাণ্ড; মেয়ে দেখতে এসে মনে ধরল হবু শাশুড়িকে, এরপরই পগারপার দু’জনে…
Maldah News: বলেছিল আমার মেয়েকে নিয়ে যাবে বিয়ে করে। অথচ আমার বউকে নিয়েই পালিয়ে গেল। হবু শাশুড়িকে নিয়ে জামাই ভেগে গেল, আফশোস ওই মহিলার স্বামীর।
মালদহ: মেয়েকে দেখতে এসে হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেলেন যুবক। এমন ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল গাজোল থানা এলাকায়। জানা গিয়েছে, পাত্রপক্ষ পাত্রী দেখতে এসেছিল। সঙ্গে ছিল পাত্র নিজেও। কিন্তু এরইমধ্যে অভিযোগ, মেয়ের বদলে মাকে নিয়েই পালিয়ে যায় ছেলেটি। সপ্তাহ দু’য়েক আগের ঘটনা। তবে ওই বধূর খোঁজ না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। গাজোল থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করল ওই বধূর স্বামী। জানা গিয়েছে ওই মহিলার বয়স বছর ৪৫। ওই মহিলার ঘরে তিন মেয়ে, এক ছেলে রয়েছে। এক মেয়ের বিয়ের জন্য পাত্র দেখা চলছিল। তারই মধ্যে এই কাণ্ড! স্ত্রীর খোঁজে হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েও মেলেনি খোঁজ। স্ত্রীর খোঁজে এখন দিশাহার স্বামী।
নটু মির্ধা নামে ওই মহিলার এক আত্মীয় বলেন, “ছেলেটা আমার শ্যালিকাকে দেখতে এসেছিল। আমার কাকিমা শাশুড়িকে নিয়ে পালিয়ে গিয়েছে । গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারের ঘটনা। সব জায়গায় খোঁজ চালানো হয়। অবশেষে থানায় যাই। কাকা-কাকিমা দু’জনই কাজে যেতেন। এরকমই কাজে বেরিয়ে খোঁজ নেই তাঁর।”
ওই মহিলার স্বামীর কথায়, “বলেছিল আমার মেয়েকে নিয়ে যাবে বিয়ে করে। অথচ আমার বউকে নিয়েই পালিয়ে গেল। হবু শাশুড়িকে নিয়ে জামাই ভেগে গেল! জানি না কোথায় যে গেল? হায়দরাবাদ, দিল্লি, মুম্বই কোথায় গেল কে জানে। এখন থানায় এসেছি। পুলিশকে সবটা জানালাম। আমার এখন আমার বউকে ফেরত চাই। ছেলেটার বাড়িতেও ফোন করেছিলাম। বলছে ওর মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। ঘরে আমার তিনটে বড় বিবাহযোগ্য মেয়ে। ছেলেটাও বড় হয়েছে। হায়দরাবাদে কাজ করছে। এই অবস্থায় বউ পালিয়ে গেল, কী বলব?”