ক্রিকেট খেলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু যুবকের
ফের বজ্রাঘাতে মৃত্যু রাজ্যে। সোমবার মাঠে ক্রিকেট খেলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের।
মালদহ: ফের বজ্রাঘাতে মৃত্যু রাজ্যে। সোমবার মাঠে ক্রিকেট খেলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ থানার মেহেরপুর এলাকায়। মৃত যুবকের নাম রেজাউল হোসেন (২২)।
সোমবার সকালে পরিবারের লোকেরা ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবক মাঠে ক্রিকেট খেলতে গেছিল। সে সময় হুড়মুড়িয়ে বৃষ্টি শুরু হয়। বাজ পড়তে শুরু করে। খেলার মাঠেই বাজ পড়ে আহত হন রেজাউল।
জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি ফিরে আসার সময় বাজ পড়ে তাঁর ওপর। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মেডিকেল কলেজ আসার পরেই চিকিৎসকরা রেজাউলকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের এই অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: বঙ্গে ‘বজ্র’ ভ্রুকুটি! দুই জেলায় মৃত ৩, আহত ১
মাত্র এক মাসে বাংলায় বজ্রাঘাতে মৃত্য়ু হয়েছে ৩২ জনের। সোমবারের মৃতের সংখ্যা ধরে মোট রাজ্যে মৃত ৩৩। ক্রমশই বাড়ছে এই মৃত্যুর সংখ্যা। শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় এর কারণ বলে মানতে নারাজ বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, মানুষের অসাবধানতা মৃত্যু হওয়ার একটা বড় কারণ। জেলায় জেলায় যেখানে বারবার প্রশাসনের তরফে সতর্ক করা হচ্ছে সেখানে আমজনতার ‘গা-ছাড়া’ মনোভাবই মৃত্যুর অন্যতম কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।