‘কয়লা তো কেন্দ্রের, মাফিয়ারাও ওদের সঙ্গে’, চুরি নিয়ে দিল্লিকে তোপ মমতার
মমতার প্রশ্ন, কয়লা তো কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে। তাহলে কয়লা লুঠ হচ্ছে কীভাবে?
রানিগঞ্জ: কয়লা মাফিয়া (Coal Mafia) লালাকে নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, ঠিক সেই সময়ে কয়লা মাফিয়া নিয়ে পাল্টা কেন্দ্রীয় সরকারের (Central Government) বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার রানিগঞ্জের সরকারি সভা থেকে কয়লা চুরি প্রসঙ্গে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কেও নাম না করে নিশানায় নেন মমতা। কয়লা চুরি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন তিনি।
মমতার প্রশ্ন, কয়লা তো কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে। তাহলে কয়লা লুঠ হচ্ছে কীভাবে? মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “এখন খুব কয়লা মাফিয়া কয়লা মাফিয়া বলছে। ইসিএলের কয়লা খনি বন্ধ করে দিয়েছে আর এসব বলে বেড়াচ্ছে। কয়লা মাফিয়ারা তো বিজেপির সঙ্গে আছে। কয়লাও তো কেন্দ্রীয় সরকারের। আধাসামরিক বাহিনীও দিল্লির। তাহলে ওরা কী করছে? কয়লা তো রাজ্য সরকার বা রাজ্যের পুলিস দেখে না। নির্বাচনের সময় এলেই কি বিজেপির এসব কথা মনে পড়ে?” সওয়াল মমতার।
আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয়কে নাম না করে তাঁর কটাক্ষ, “একজন তো আসানসোল থেকে জিতেছেন। তিনি কোথায়। তাঁকে কি দেখা যায়? তাঁর কাছ থেকে আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া কী পেয়েছে? কেন্দ্রীয় সরকার রুটি রোজগার সবই বন্ধ করে দিচ্ছে। দেশ তো সবার। ওই দলটা ভোটের সময় টাকা নিয়ে আসে, আর সবাইকে দেয়, আপনারা কেউ টাকা নেবেন না।“
আরও পড়ুন: কিষেণজি হত্যা তৃণমূল সরকারের ভুল ছিল: ছত্রধর
কয়েকদিন আগে আসানসোলের বারাবনিতে বিজেপি তৃণমূলে সংঘর্ষ হয় সেই প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। সংঘর্ষের ঘটনায় আহত হয় দুই পক্ষের প্রায় ১২ জন। এদিন সরকারি মঞ্চ থেকেই এই ঘটনা নিয়ে পাল্টা তোপ দেগে তিনি বলেন, ‘বিজেপির মিথ্যে কথা বলে লোক মারে। নিজেদের মিছিলে নিজেদের লোককে ছররা গুলি চালিয়ে জখম করে। বিজেপি ঝড়ের বেগে কুৎসা করে আর আমরা ঝড়ের গতিতে উন্নয়ন করি।’
আরও পড়ুন: মুকুল রায়ের বাড়িতে বৈঠকে তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত