ত্রিপুরা থেকে বিজেপিকে নিয়ে শিক্ষা নিক বাংলা, বর্ধমানে বললেন মানিক সরকার
খুব দেরি হওয়ার আগে বাংলার মানুষ যেন বোঝেন যে বিজেপি কতটা বিপজ্জনক, মন্তব্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পূর্ব বর্ধমান: ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিল আরো ভালো ত্রিপুরা তৈরি করবে। কিন্তু এখন কি হল! মানুষ একশো দিনের কাজও পাচ্ছেন না। দেশে শুধু সম্পত্তি বেড়েছে আদানি ও আম্বানীদের। এভাবেই পূর্ব বর্ধমানের সভা থেকে বিজেপিকে নিশানা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। বলেন, ত্রিপুরার বিজেপি সরকারকে দেখে শিক্ষা নিক বাংলা। একই ‘ভুল’ যেন পশ্চিমবঙ্গবাসী না করেন, সাবধানবাণী তাঁর।
একসময় বামেদের গড় বলে পরিচিত পূর্ব বর্ধমানে এখন তৃণমূলের দাপট। পাশাপাশি বিধানসভা ভোটে এবার বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। সেই ভোটমুখী বাংলায় এসে বিজেপি ও তৃণমূলকে এক পংক্তিতে ফেলে আক্রমণ শানালেন মানিক সরকার। বর্ধমানের টাউন হলের ভরা সভা থেকে বিজেপি ও তৃণমূল, দুই দলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আনলেন তিনি। তাঁর কথায়, “ত্রিপুরায় যেমন বিজেপি মণ্ডলের লোকেরা একশো দিনের কাজের টাকা লুট করছে, বাংলায় তৃণমূল সরকারও তাই করেছে।” ত্রিপুরার মানুষ ‘সোনার ডিমের জন্য হাঁস মেরে ফেলেছি’ বলে আক্ষেপ করছেন, মন্তব্য সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, এর আগেও ত্রিপুরাকে দেখে বাংলাকে শেখার কথা বলেছিলেন মানিক সরকার। এদিকে সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা রাজীব বন্দ্যেপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারীরা বাংলায় ও কেন্দ্রে একই সরকার দরকার বলে আমজনতার কাছে ভোট চাইছেন। যা নিয়ে ক’দিন আগে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীকে বলতে শোনা গিয়েছিল, ত্রিপুরা, উত্তরপ্রদেশের মতো রাজ্য়েও তো বিজেপি সরকার চালিয়েছে। তাতে সেই রাজ্যগুলির কী উন্নয়ন হয়েছে?
আরও পড়ুন: ‘দেউলিয়া তৃণমূলের জুতোর মালা আমাদের জন্য আশীর্বাদ’, সুর চড়ছে রাজীবের
এদিকে শুধু রাজ্য নয়, জাতীয় স্তরের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও বর্ধমান থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মানিক সরকার। বলেন, আন্তর্জাতিক বাজারে পেট্রল ও ডিজেলের দাম কমছে। আর ভারতে দাম বাড়ছে। লকডাউনে কোটি কোটি মানুষ অসহায় হয়ে পড়েছিলেন, প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। আর আদানি,আম্বানিদের সম্পত্তি বেড়েছে। তাঁর অভিযোগ, “দেশে কয়েকটি পরিবার কেবল মুনাফা লুটছে। আর এর জন্য দায়ী আরএসএস পরিচালিত বিজেপি সরকার।” তিনি অভিযোগ করেন, আদানি-আম্বানীদের হাতে দেশ বিক্রি হয়ে গিয়েছে। বিজেপি মালিক ও মহাজনদের স্বার্থ দেখে। তিনি আরও বলেন, করোনার আগে থেকেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে পড়েছিল। কিছুই করে উঠতে পারেনি মোদী সরকার। দেশের ৮০ ভাগ শিশু রক্তাল্পতায় ভুগছে, মায়েরা অভুক্ত। খাদ্যের অভাবে রয়েছে সারা দেশ, মন্তব্য মানিকবাবুর। এর পরেই তাঁর আবেদন, খুব দেরি হওয়ার আগে বাংলার মানুষ যেন বোঝেন যে বিজেপি কতটা বিপজ্জনক।