Fire: পুজোর মুখে পুড়ল প্যান্ডেলের গোডাউন, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
Medinipur: প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই বালতি ভরে জল তুলে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। ততক্ষণে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে সেখানে উপস্থিত হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মেদিনীপুর: ভয়াবহ আগুন দাসপুরে। প্যান্ডেল ব্যবসায়ীর গোডাউনে ভয়াবহ আগুন লাগে সোমবার রাতে। আগুনে পুড়ে ছাই প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী। পুজোর আগে এই ঘটনায় কপালে হাত ব্যবসায়ীর। দাসপুর থানার পলাশপাই গ্রাম। গ্রামের বাসিন্দারা জানান, সোমবার রাত তখন প্রায় ১০টা। শক্তিপদ মাইতি নামে এক প্যান্ডেল ব্যবসায়ীর গোডাউনে এই আগুন লাগে। যেহেতু ভিতরে সবই দাহ্য পদার্থ। আগুনের লেলিহান শিখা মুহূর্তে সর্বগ্রাসী রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই বালতি ভরে জল তুলে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। ততক্ষণে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে সেখানে উপস্থিত হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত। তিনিও নিজে বালতি ভরে জল তুলে ঢালতে শুরু করেন। এই ঘটনার পর অসহায়তায় ভেঙে পড়েন ওই ব্যবসায়ী। এখন উৎসবের মরসুম। প্রচুর কাজের বরাতও থাকে। এই সময় এমন দুর্ঘটনায় কপালে হাত তাঁর। কীভাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন শক্তিপদ মাইতি। তিনি বলেন, ঘুরে দাঁড়াবেন কীভাবে, এখন সেটাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।