প্রয়াত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি, বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুরে সভা করতে গিয়েই মৃগেনবাবুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা। জানিয়েছিলেন, তাঁর পরিস্থিতি খুব খারাপ। সভা শেষ হবার ঘণ্টাখানেকের মধ্যেই খবর আসে, মেদিনীপুরের তৃণমূল বিধায়ক আর নেই।

প্রয়াত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি, বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী
ছবি-সংগৃহীত
Follow Us:
| Updated on: Dec 07, 2020 | 4:57 PM

কলকাতা: মারা গেলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি (Mrigen Maity)। মেদিনীপুরে সভা করতে গিয়েই মৃগেনবাবুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা। জানিয়েছিলেন, তাঁর পরিস্থিতি খুব খারাপ। সভা শেষ হবার ঘণ্টাখানেকের মধ্যেই খবর আসে, মেদিনীপুরের তৃণমূল বিধায়ক আর নেই। কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

এদিন সভা শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চলে আসেন বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে। সভা শেষ হওয়ার পরই তিনি খবর পান, প্রয়াত হয়েছেন মৃগেন মাইতি। সেখান থেকে চলে আসেন মৃগেন মাইতির বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলতে শোনা গিয়েছে, মৃগেনদা খুব অসুস্থ। তাঁর মত আর কেউ নেতা নেই। আর তেমন নেতা তৈরি হবে বলেও জানি না। তাঁর অবস্থা খুবই ক্রিটিক্যাল।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। কলকাতার পিজি হাসপাতালে উর্বান ওয়ার্ডে ভর্তি ছিলেন। ১ ডিসেম্বর তিনি ভর্তি হন। সেখানে তাঁর চিকিৎসা চললেও অবশেষে চিকিৎসকদের নিরাশ করেন তিনি। বাড়িতে গিয়ে তার স্ত্রী সুজাতা মাইতির সঙ্গে কথা বলেন। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে হাজির হয়েছিলেন মিনিট দশেকের জন্য। পরে সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মৃগেন দা আর আমাদের মধ্যে নেই। তাঁর মরদেহ কলকাতা থেকে নিয়ে আসার জন্য ফিরাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ তাছাড়া তাঁর বাড়ির ভাইজি, পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য নির্মল চক্রবর্তী এবং সঞ্জুকে কলকাতা নিয়ে যাওয়া ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি টুইট করেও শোকপ্রকাশ করেন মমতা।

এসএসকেএম সূত্রে খবর, বুকে নিউমোনিয়া এবং সেফটিপিনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এছাড়াও উচ্চ রক্তচাপ,  ডায়বেটিস ও কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল হার্ট অ্যাটাক হলে আইটিইউতে স্থানান্তরিত করে সিপিআর দেওয়া হয় তাঁকে। কিন্তু এদিন সকালে ফের হৃদরোগে আক্রান্ত হন বিধায়ক। দুপুরেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এমনটাই জানিয়েছেন এসএসকেএম-র উপাধ্যক্ষ রঘুনাথ মিশ্র।

২০১১ ও ২০১৬ সালে দু’বার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে জয় লাভ করেন মৃগেনবাবু। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন (ইউনিফাইড) রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া মেদিনীপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হন। রাতে তাঁর মৃতদেহ এসে পৌঁছবে বাড়িতে।