চুরি-তোলাবাজির প্রাথমিক স্কুল তৃণমূল, বিশ্ববিদ্যালয় বিজেপি: কাঁথিতে সেলিম

"কয়লা পাচার, গরু পাচার, সোনা পাচারের টাকা যাদের হাত ঘুরে কালীঘাটে পৌঁছে যেত, এখন তাঁরাই মোটা ভাইয়ের ছবি লাগানো ঝাণ্ডা নিয়ে ভাবছে মোটা টাকা কামানো যাবে।"

চুরি-তোলাবাজির প্রাথমিক স্কুল তৃণমূল, বিশ্ববিদ্যালয় বিজেপি: কাঁথিতে সেলিম
চুরি-তোলাবাজির প্রাথমিক স্কুল তৃণমূল, বিশ্ববিদ্যালয় বিজেপি: কাঁথিতে সেলিম
Follow Us:
| Updated on: Jan 05, 2021 | 11:54 PM

পূর্ব মেদিনীপুর: কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে অধিকারীদের ‘শান্তিকুঞ্জ’ থেকে সামান্য দূরে দাঁড়িয়ে এবার আক্রমণে শান দিল বাম-কংগ্রেস নেতৃত্ব। যে বাস স্ট্যান্ডে দিনকয়েক আগেই শুভেন্দু অধিকারীর সভা হয়েছিল, একই মঞ্চ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জল মেপে নিল জোটশক্তি।

এদিনের সভার আকর্ষণের কেন্দ্রে ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম (Mohammed Selim)। এ বাদেও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বাম কংগ্রেস নেতৃত্ব। সেই মঞ্চেই আগ্রাসী ভূমিকায় ধরা দেন সেলিম। তিনি বলেন, “কয়লা পাচার, গরু পাচার, সোনা পাচারের টাকা যাদের হাত ঘুরে কালীঘাটে পৌঁছে যেত, এখন তাঁরাই মোটা ভাইয়ের ছবি লাগানো ঝাণ্ডা নিয়ে ভাবছে মোটা টাকা কামানো যাবে।” বিজেপির ও তৃণমূল, উভয়কেই একযোগে আক্রমণ করে তিনি বলেন, “আমি শুভেন্দু, শোভন, ববি, মুকুলের সামনে দাঁড়িয়ে বলেছি এরা চোর। তা সে তৃণমূলে থাক বা বিজেপিতে। সবাই সারদা-নারদার টাকা নিয়েছে। কেউ কাগজে মুড়ে আর কেউ রুমালে মুড়ে।”

কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে তিনি বলেন, “অমিত শাহ বিজেপি ওয়াশিং মেশিন বানিয়েছে। চোরকে ধরে তার মধ্যে ভরে দিচ্ছে, আর সাধু হয়ে বেরিয়ে আসছে।” এরপরই সেলিম শুভেন্দুকে নেন নিশানায়। বিজেপি নেতাকে ‘মাল’ বলে কুরুচিকর আক্রমণ করেন। বলেন, “যেদিন মেদিনীপুরে অমিত শাহের সভাতে যোগ দিতে গেল, তখন বিজেপির ওয়েব সাইটে শুভেন্দু চোর বলে লেখা ছিল। আমরা এই নিয়ে বলতে বিজেপি তা পরে সরিয়ে নিল। তোলাবাজি ও চুরির প্রাথমিক স্কুল হচ্ছে তৃণমূল আর বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজেপি।”

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী ‘ঢপের চপ’, প্রশান্ত কিশোর ‘শকুন’! জোড়া আক্রমণে দিলীপ-সুনীল

এদিনের সভায় পূর্ব মেদিনীপুর জেলার বাম-কংগ্রেস নেতা নিরঞ্জন সিহি, মানসকর মহাপাত্র, হিমাংশু দাস, আকতার আলি খান, ঝাড়েশ্বর বেরা, রীনা দাস প্রমুখ হাজির ছিলেন। এই সভার আগে কাঁথি শহর জুড়ে বাম-কংগ্রেস সমর্থকদের পদযাত্রা হয়। কয়েক হাজার মানুষের সেই পদযাত্রায় পা মেলায়।

আরও পড়ুন: ‘গাধা’ পিটিয়ে ‘ঘোড়া’ বানানোর চেষ্টা করছেন মমতা! অর্জুনের নিশানায় কে?