অজানা রোগে গুরুতর অসুস্থ দুই গ্রামের শতাধিক বাসিন্দা, কারণ নিয়ে ধন্দ

অজানা কোনও এক কারণে ১০০ থেকে ১৫০ ব্যক্তি জ্বর, পায়খানা, বমিবমি ভাব নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়াও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৫০ থেকে ৭০ জন মানুষ।

অজানা রোগে গুরুতর অসুস্থ দুই গ্রামের শতাধিক বাসিন্দা, কারণ নিয়ে ধন্দ
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 10, 2021 | 11:50 PM

দক্ষিণ ২৪ পরগনা: অজানা কোনও কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দক্ষিণ ২৪ পরগনার দুটি গ্রামের প্রায় শতাধিক বাসিন্দা। পরিস্থিতি এতটাই গুরুতর যে ঘটনাস্থলে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প তৈরি করতে হয়েছে। বেশিরভাগ মানুষেরই ডায়রিয়া এবং জ্বরের উপসর্গ দেখা গিয়েছে বলে খবর।

সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের নন্দরামপুর এবং বলরামপুর গ্রামে এখনও পর্যন্ত অজানা কোনও এক কারণে ১০০ থেকে ১৫০ ব্যক্তি জ্বর, পায়খানা, বমিবমি ভাব নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। খড়িবেড়িয়া ব্যঞ্জন হেঁড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে ১০ জন। এ ছাড়াও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৫০ থেকে ৭০ জন মানুষ। গত তিন দিন ধরেই এই উপসর্গ নিয়ে মানুষ নাজেহাল রয়েছেন।

কিন্তু আচমকা কেন এমনটা হল? স্থানীয়দের মধ্যে কারোর কারোর অনুমান, নতুন জলবাহিত পাইপ লাইনের মাধ্যমে জলের সংযোগ নেওয়ার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে। ঘটনার পর বজবজ ব্লক ১-এর স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বানিয়েছে। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বজবজ ফাঁড়ির পুলিশ মোতায়েন করাও হয়েছে।

আরও পড়ুন: নন্দীগ্রামে গুরুতর জখম মমতা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বললেন, ‘জেনেশুনে হামলা’

ইতিমধ্যেই জনস্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তবে বজবজ ব্লক-১ এর স্বাস্থ্য আধিকারিক বাসুদেব মণ্ডল বলেন, “সাধারণত দু’টি কারণে এই ধরনের উপসর্গ মানুষের মধ্যে দেখা দেয়। এক খাবার, আর দুই জল। কিন্তু আমি খবর নিয়ে দেখেছি ওইখানে বড় কোনও উৎসব হয়নি যেখানে গ্রামের মানুষ একত্রিত হয়ে খাবার গ্রহণ করেছেন। অর্থাৎ ধারণা করা হচ্ছে, জলের জন্যই এত মানুষ ভুক্তভোগী হয়েছেন, তবে যতক্ষণ না পর্যন্ত ল্যাবের রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না।”

আরও পড়ুন: মমতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রক