মামাবাড়ি থেকে ট্রেন দেখতে গিয়েছিল ছোট্ট শিশু, দলা পাকিয়ে গেল দেহ
দলা পাকিয়ে যায় নুসরতের দেহ। মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
মুর্শিদাবাদ: মামাবাড়ি বেড়াতে গিয়ে ট্রেন দেখতে গিয়েছিল বছর চারেকের শিশুটি। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নামোচাচণ্ড এলাকায়।
শুক্রবার রাতে নুসরাত খাতুন তার মায়ের সঙ্গে সামসেরগঞ্জে মামাবাড়িতে গিয়েছিল। শনিবার সকালে মামাবাড়িরই এক সদস্যের সঙ্গে রেললাইনের ধারে গিয়েছিল ট্রেন দেখতে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শিশুটি একাই আজিমগঞ্জ মালদা শাখার নামোচাচণ্ড এলাকায় ট্রেন দেখতে গিয়েছিল। লাইনের ধার দিয়ে একাই হাঁটছিল সে।
আরও পড়ুন: বছরের প্রথম দিন বাড়ি থেকে বান্ধবীকে নিয়ে বেরিয়েছিলেন, ফিরল যুবকের রক্তাক্ত নিথর দেহ!
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন , পিছন থেকে ট্রেন চলে এলেও খেয়াল করেননি নুসরতের সঙ্গে থাকা আত্মীয়। যতক্ষণে নুসরতকে লাইন থেকে টেনে আনেন তিনি, ততক্ষণে মৃত্যু হয় তার। দলা পাকিয়ে যায় নুসরতের দেহ। মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।