কিশোরীর নগ্ন ছবি ভাইরাল করায় তৃণমূল কার্যালয়ে সালিশি সভায় কান ধরে শাস্তি, ভাইরাল ভিডিয়ো নিয়ে প্রশ্ন
কেন পার্টি অফিসে সালিশি সভা বসিয়ে এমন ন্যক্কারজনক অপরাধে অভিযুক্তের শাস্তি? উঠছে প্রশ্ন।
মুর্শিদাবাদ: কিশোরীর সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়েছিলেন এক যুবক। ঘনিষ্ঠতার জেরে দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলেও ভিডিয়ো করে রাখেন অভিযুক্ত যুবক গোলাপ শেখ। কিন্তু দু’ জনের মধ্যে অশান্তি হওয়ার পর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন ওই যুবক। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুরে।
এদিকে ভাইরাল ছবি, ভিডিয়ো দেখে অভিযুক্ত যুবককে তৃণমূল কার্যালয়ে ডেকে পাঠানো হয়। ধুলিয়ানের টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর মেহেবুব আলম-সহ স্থানীয় নেতৃত্ব অভিযুক্তকে শাস্তির বিধান দেয়। তাঁকে স্রেফ কান ধরে ওঠবোস করানো হয়। কিন্তু তার পরেও সেই ভিডিয়ো এখন ভাইরাল। আপত্তিকর ছবি, ভিডিয়ো মুছে ফেলা হবে বলে লিখিত মুচলেকাও নেওয়া হয়। যা নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
আইনের পথে না গিয়ে কী করে কান ধরে ওঠবস করিয়েই মাফ হয় এই ধরনের অপরাধ? প্রশ্ন তোলেন নেটিজেনরা। কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দল।
এনিয়ে তৃণমূল নেতা মেহেবুব আলমের দাবি, অন্য এক ঝামেলা নিয়ে ওই যুবকের বিচার করেছিলাম। কিশোরীর নগ্ন ছবি ভাইরাল করার বিষয়টি তাঁর জানা নেই বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: শুভশ্রীর জামাইবাবুকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
প্রসঙ্গত, দিন কয়েক আগে আলিপুরদুয়ারের কুমারগঞ্জে সালিশি সভায় এক মহিলাকে শাস্তিবিধান নিয়ে তোলপাড় শুরু হয়। গ্রেফতারও হয় মাতব্বরেরা। সেই ঘটনার প্রেক্ষিতে শাসক দল পার্টি অফিসে ডেকে কীভাবে এমন একটি অপরাধের মামলার বিচার রতে পারে তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
আরও পড়ুন: কিশোরীকে মদ খাইয়ে অর্ধনগ্ন ভিডিয়ো ভাইরাল! গ্রেফতার তৃণমূল নেত্রী