Bomb Blast in Murshidabad: ভরদুপুরে বিকট শব্দ, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হরিহরপাড়ায়

Bomb Blast in Murshidabad: আচমকা হরিহরপাড়ার খলিলাবাদ মাঠের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটি কলা গাছের বাগানের দিক থেকে শব্দ শুনতে পেয়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা।

Bomb Blast in Murshidabad: ভরদুপুরে বিকট শব্দ, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হরিহরপাড়ায়
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 5:23 PM

মুর্শিদাবাদ: ভূপতিনগর বা দত্তপুকুরের ঘটনার পর বোমা নিয়ে তৎপর হয়েছিল প্রশাসন। কিন্তু আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এবার মুর্শিদাবাদের হরিহরপাড়া। মৃতের নাম সাজিজুল শেখ। আহত হয়েছেন চার জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বেশ কয়েকজন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমা। জঙ্গলের ভিতর বোমা বাঁধতে গিয়েই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি হরিহরপাড়া থানার লোচন মাটি গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। স্থানীয় বাসিন্দারা অনেকেই তখন বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকা হরিহরপাড়ার খলিলাবাদ মাঠের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটি কলা গাছের বাগানের দিক থেকে শব্দ শুনতে পেয়ে ছুটে যান তাঁরা। আহত অবস্থায় দু’জন পালানোরও চেষ্টা করেন। কিছু দূরে গিয়ে পড়ে যান তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। লোকালয়ের কাছেই কীভাবে এমন প্রকাশ্যে বোমা বাঁধার কাজ চলছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

চলতি বছরের জুন মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বাঁধতে গিয়ে তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূর থেকে উদ্ধার হয় দেহ। আর উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় ৯ জনের।