CITU Leader attacked: ফরাক্কায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাম নেতা, ভর্তি হাসপাতালে

Farakka: গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। নেতার মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে।

CITU Leader attacked: ফরাক্কায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাম নেতা, ভর্তি হাসপাতালে
আক্রান্ত সিটু নেতা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 11:49 PM

মুর্শিদাবাদ: বামপন্থী শ্রমিক সংগঠনের নেতার উপর হামলার অভিযোগ। আক্রান্ত সিটুর ফরাক্কা উত্তর এরিয়া কমিটির সম্পাদক দিলীপ মিশ্র। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নেতা। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। সেখানে পলাশিগ্রামে একটি মন্দিরের কাছে নেতার গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, সংগঠনের একটি বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ই একদল দুষ্কৃতী তাঁর গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। নেতার মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে।

সিটুর নেতা দিলীপ মিশ্রর গাড়ি চালক জানিয়েছেন, আজ রাতে সংগঠনের সভা শেষে যখন বাড়ি ফিরছিলেন তাঁরা, সেই সময় ফরাক্কার পলাশিগ্রামে বজরংবলী মন্দিরে প্রণাম করতে নেমেছিলেন। তখন চারজন দুষ্কৃতী মুখে মাস্ক পরে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে বলে অভিযোগ। হামলাকারীরা গাড়ির কাচও ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনার পর জখম দিলীপ মিশ্রকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসকধীন রয়েছেন তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।

এই ঘটনার তীব্র নিন্দা করে সিপিএম জেলা সম্পাদক জামির মোল্লা জানিয়েছেন, “দিলীপ মিশ্র দলের বিভিন্ন কর্মসূচি সাফল্যের সঙ্গে করছেন। সিন্ডিকেটের বিরুদ্ধেও লড়াই করছেন। তাতে ক্ষুব্ধ হয়ে তৃণমূলের যারা দুষ্কৃতী, তারাই এই কাজ করেছে। কিছুদিন আগে তৃণমূলের কয়েকজন আমাদের দলে যোগ দিয়েছেন। এতেই ওদের রাগ। সেই কারণেই দিলীপ মিশ্র বাড়ি যাওয়ার পথে তাঁর উপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি।”

যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিধায়ক মনিরূল ইসলাম। তাঁর সাফ বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল মারধরে বিশ্বাসী নয়। যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে আইন আইনানুগ ব্যবস্থা নেবে।