‘উই শ্যাল ওভারকাম’, গিটার হাতে কোভিড ওয়ার্ডের বাইরে গান ধরলেন চিকিৎসক
কাজের ফাঁকেই গলা মেলালেন নার্সরা। গাইলেন রবীন্দ্র সঙ্গীতও।
মুর্শিদাবাদ: সংবাদমাধ্যমে প্রত্যেকদিন চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের ছবি। আত্মীয় কিংবা পরিচিতদের সংক্রামিত হওয়ার খবর রাতের ঘুম উড়িয়েছে প্রত্যেকের। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই সময় ‘স্ট্রেস’ বা মানসিক চাপ থাকা উচিত নয়, তাতে বিপদ বাড়তে পারে। তাই করোনা আক্রান্তদের মন ভালো রাখতে কোভিড ওয়ার্ডের বাইরেই গিটার নিয়ে গান ধরলেন খোদ চিকিৎসক। গান গাইলেন নার্সরাও।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ঘটনা। কোভিড রোগীদের মনোবল বাড়াতে গান গাইলেন চিকিৎসকেরা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের গিটার বাজিয়ে গান গেয়ে শোনালেন চিকিৎসকেরা। সাধারণ মানুষকে অবগত করতে চিকিৎসকেরা বার্তা দিলেন, ‘আতঙ্ক নয় সতর্ক থাকুন।’ চিকিৎসকেরা বলেন, ‘এই রোগ থেকে বাঁচতে হলে সতর্ক থাকুন। কোনও রকম ভাবে মানসিকভাবে অবসাদগ্রস্ত হবেন না। করোনা আক্রান্ত হলে অনেকে মানসিক অবসাদে ভুগছেন, তাই যাতে মানসিক অবসাদগ্রস্ত না হন, সেই কারণেই তাঁদের গিটারে গান গেয়ে গান শোনালেন চিকিৎসকেরা।’
আরও পড়ুন: জেলার সব অ্যাম্বুলেন্সেই অক্সিজেনের ব্যবস্থা, করোনা পরিস্থিতিতে পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
হাসপাতালের এমএসভিপি অমিয় পাত্র বলেন, রোগীদের মন ভালো রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘চারপাশে শুধুই খারাপ খবর। রোগীদের সেবা করতে এগিয়ে যাচ্ছেন কিছু পিপিই কিট পরা মানুষ। এই অবস্থায় মন ভালো রাখা খুবই জরুরি।’ তিনি জানান, এই হাসপাতাল থেকে কাউকে ফিরিয়ে দেওয়া হয়নি। অন্যান্য জেলা থেকেও রোগীরা এসেছে এখানে চিকিৎসা করাতে। সবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতেই কাজ করছে এই হাসপাতাল।