Domkol: মাঠের মধ্যে কিছু একটা করছিল ছেলেটা, কাছে যেতেই পুলিশের হাতে এল এইসব

Domkol: পুলিশ সূত্রে খবর, মিজানুরের বাড়ি ডোমকলের মোহনপুর বটতলা পাড়া এলাকায়। গত ১৮ অক্টোবর অর্থাৎ বুধবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ডোমকল থানার পুলিশ। হরিশঙ্করপুর মাঠ এলাকায় চলে তল্লাশি অভিযান।

Domkol: মাঠের মধ্যে কিছু একটা করছিল ছেলেটা, কাছে যেতেই পুলিশের হাতে এল এইসব
ডোমকলে কী হচ্ছে এইসবImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 12:45 PM

ডোমকল: সেজে উঠেছে মণ্ডপ। চারিদিকে সাজো সাজো রব। পঞ্চমীর দিন সকাল থেকেই বেরিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকে। কেউ কেউ আবার প্ল্যান করছেন রাতে বেরনোর। তবে পুজোর আবহ চললেও অপরাধের সংখ্যা কিন্তু কম হচ্ছে না বলাই যায়। এই মরশুমেও আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (২৭)।

পুলিশ সূত্রে খবর, মিজানুরের বাড়ি ডোমকলের মোহনপুর বটতলা পাড়া এলাকায়। গত ১৮ অক্টোবর অর্থাৎ বুধবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ডোমকল থানার পুলিশ। হরিশঙ্করপুর মাঠ এলাকায় চলে তল্লাশি অভিযান।

সেই সময় ডোমকল থানার পুলিশ ও তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। তবে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল এবং তার উদ্দেশ্য কী ছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।