রঘুনাথগঞ্জে হেরোইন কারখানার হদিশ! উদ্ধার ১২ লক্ষ টাকা-সহ রাসায়নিক উপাদান
গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জের একটি বাড়িতে হানা দিয়েছিল রঘুনাথগঞ্জ থানার পুলিস ও রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ দল।
জঙ্গিপুর: হেরোইন তেরির কারখানার হদিশ মিলল জঙ্গিপুরের (Jangipur) রঘুনাথগঞ্জে। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জের একটি বাড়িতে হানা দিয়েছিল রঘুনাথগঞ্জ থানার পুলিস ও রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ দল। এরপরই সেখান থেকে উদ্ধার হয় ১ কোজি হেরোইন ও নগদ ১২ লক্ষ টাকা। তবে চাঞ্চল্যকর ভাবে এই অভিযানে পুলিসের হাতে এসেছে একাধিক রাসায়নিক দ্রব্য। মূলত সেগুলি থেকেই হেরোইন উৎপাদন করা হত, এমনটাই অনুমান পুলিসের।
ঘটনাস্থলে ধৃত তোফাজুল হক ও আনারুল ইসলাম লালগোলা থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিস উদ্ধার করেছে ৮৫ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড, ১৫০ গ্রাম সোডিয়াম কার্বোনেট, ১৩০০০ মিলিগ্রাম অ্যাসিটাইল ক্লোরাইড, ১৫ লিটার অ্যাসেটিক অ্যানহাইড্রাইড ও ১৫০০ গ্রাম ক্রুড হেরোইন। এই উপাদানগুলি মিশিয়ে রঘুনাথগঞ্জের বাড়িতে বসেই এই মাদক চক্র চালাত বলে অনুমান পুলিসের।
আরও পড়ুন: ‘বিজেপি-যোগ আছে, এমন নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ’! শিশিরের পদে বসেই তৎপর সৌমেন
তবে কীভাবে এই রাসায়নিক উপাদানগুলি এই বাড়িতে আসত, কিংবা এখান থেকে কীভাবে হেরোইন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিস। সূত্র মারফত জানা গিয়েছে, পুলিস রঘুনাথগঞ্জের বাসিন্দা সখিনা খাতুনের বাড়িতে অভিযান চালিয়েছিল।