টিউব লাইট থেকে বেরোচ্ছে ধোঁয়া, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আতঙ্ক
টিউবলাইটে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছিল।
মালদা: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের (Murshidabad Medical College Hospital) ডায়ালেসিস ওয়ার্ডে আগুন। সরানো হয়েছে রোগীদের।
রবিবার সকালে হাসপাতালের ডায়ালেসিস ওয়ার্ডের টিউব লাইট দিয়ে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। হাসপাতালের কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ওই ওয়ার্ডের রোগীদের।
খবর দেওয়া হয় দমকলেও। তবে দমকল আসার আগেই হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টিউবলাইটে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছিল। হাসপাতালের ইলেক্ট্রিশিয়ানরা বিষয়টি খতিয়ে দেখছেন।
আরও পড়ুন: ছোট্ট মেয়েটিকে স্কুল ঘরে ডাকে ‘দাদা’, প্রথম শ্রেণির ছাত্রীর কথায় ফুঁসছে গোটা গ্রাম!
যাতে অযথা আতঙ্কিত না হন, তার জন্য রোগী ও তাঁদের পরিবারকে সচেতন করা হচ্ছে। হাসপাতালের ওই ইউনিট কর্মী ওয়াসিম আক্রম বলেন, “আমরা ফুলকি দেখতে পেয়েই এমসিপি বন্ধ করে দিই। পরে আগুন নিয়ন্ত্রণে আনি। বড় কোনও বিষয় হয়নি।”