করোনা নেগেটিভ রোগীকে ফেরাল হাসপাতাল, অক্সিজেন না পেয়ে চৌহদ্দিতেই মৃত্যু
করোনা (Corona) নেগেটিভ। তবুও হাসপাতালে ভর্তি নেওয়া হল না প্রৌঢ়কে। প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালের বাইরেই মৃত্যু হল অভিজিৎ রায় নামে ব্যক্তির।
মুর্শিদাবাদ: করোনা (Corona) নেগেটিভ। তবুও হাসপাতালে ভর্তি নেওয়া হল না প্রৌঢ়কে। প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালের বাইরেই মৃত্যু হল অভিজিৎ রায় নামে ওই ব্যক্তির। ঘটনায় তীব্র উত্তেজনা বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে।
জানা গিয়েছে, কান্দির দোহালিয়ার বাসিন্দা কান্দির অভিজিত রায় গত বুধবার শ্বাসকষ্টজনিত সমস্য়া নিয়ে ভর্তি হন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের দাবি অনুযায়ী, সেখানে অভিজিতবাবুর করোনা পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে। তবে হাইপার অক্সিজেনের প্রয়োজন হওয়ায় রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
সেই মতো শুক্রবার বিকেলে রোগীকে নিয়ে বহরমপুরের বানজেটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবার। অভিযোগ, সেই নার্সিংহোমে অভিজিতবাবুকে ভর্তি নেওয়া হয়নি। এমনকি অক্সিজেন সাপোর্টটুকু দিতেও অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এভাবেই প্রায় ৪০ মিনিট ধরে হাসপাতালের বাইরে পড়ে থাকার পর ছটফট করতে করতে মারা যান প্রৌঢ়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন। অভিযোগ, হাসপাতালের এই গাফিলতিতেই এভাবে প্রাণ হারালেন অভিজিতবাবু।
আরও পড়ুন: খাস কলকাতায় শ্বাসকষ্টের রোগীকে ফেরাল ৭ হাসপাতাল, ভোর রাত পর্যন্ত ঘুরেও হল না করোনা পরীক্ষা
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনা অস্বীকার করেছে। উল্টে মৃতের পরিজনদের বিরুদ্ধে হাসপাতাল ভাঙচুরের পাল্টা অভিযোগ করছেন ম্যানেজার। এ নিয়ে চরম অশান্তি ছড়ায় হাসপাতাল চত্বরে। পরে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এদিকে মৃতের পরিবারও হাসপাতালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে।