HS Exam: ‘বুকের ভিতর হাত ঢোকায়, পায়জামার গিঁট খোলায়’, হলের বাইরেই HS পরীক্ষার্থীর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা

HS Exam: ছাত্রীদের বক্তব্য, নিয়ম অনুযায়ী হলে ঢোকার আগে চেকিং করা হয়। বুধবার ইতিহাস পরীক্ষার আগেও চেকিং করা হচ্ছিল। কারোর কাছে কোনও টুকলির কাগজ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছিল। অভিযোগ, চেকিংয়ের নামে ছাত্রীদের শরীর বাজেভাবে স্পর্শ করা হয়। শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

HS Exam: 'বুকের ভিতর হাত ঢোকায়, পায়জামার গিঁট খোলায়', হলের বাইরেই HS পরীক্ষার্থীর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা
হলের বাইরে শ্লীলতাহানির অভিযোগ Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2024 | 7:35 PM

মুর্শিদাবাদ: চেকিংয়ের সময় শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ মুর্শিদাবাদের খিদিরপুরের একটি স্কুলের বিরুদ্ধে।  বুধবার উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় একাধিক ছাত্রীকে সার্চ করার নামে হেনস্থা করা হয়েছে। হলের বাইরেই কান্নায় ভেঙে পড়েন ছাত্রীরা। বিষয়টি জানাজানি হতেই প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের একাংশের।

ছাত্রীদের বক্তব্য, নিয়ম অনুযায়ী হলে ঢোকার আগে চেকিং করা হয়। বুধবার ইতিহাস পরীক্ষার আগেও চেকিং করা হচ্ছিল। কারোর কাছে কোনও টুকলির কাগজ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছিল। অভিযোগ, চেকিংয়ের নামে ছাত্রীদের শরীর বাজেভাবে স্পর্শ করা হয়। শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

এক ছাত্রীর অভিভাবকের বক্তব্য, “চেকিং হবে, সেটা ঠিক আছে। কিন্তু এভাবে বাকি অভিভাবকদের সামনে, আরও দুজন শিক্ষক ছিল, তাঁদের সামনে চেকিংয়ের নামে বুকের ভিতর হাত ঢোকাচ্ছে। একজন মেয়েকে কেন একজন পুরুষ দেখবেন?”

ছাত্রীর বক্তব্য, “ম্যাম আমার গায়ে হাত দিল। আমার পাজামার প্যাকেটে টাকা ছিল। সেটা ম্যামকে বলি। কিন্তু ম্যাম পায়জামার গিঁট খুলিয়ে টাকা দেখেছেন। ওখানে অনেক পুলিশ ছিল, সবাই ছিল।”

যদিও স্কুলের প্রধান শিক্ষক শ্লীলতাহানির অভিযোগ মানতে নারাজ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ। প্রধান শিক্ষকের বক্তব্য, “আমার স্কুলে সিসিটিভি রয়েছে, দেখা নেওয়া যেতে পারে। ন্যূনতম যেরকম চেকিং চলছিল, সেরকমই রয়েছে। সেটাও না করলে এমনিই তাহলে পরীক্ষা হলে ঢুকিয়ে নিতে হবে।”