BSF: BSF-কে দেওয়া হল জমি, বড় উদ্যোগ নিল ভূমি দফতর
Murshidabad: জানা গিয়েছে, এতদিন ভারত-বাংলাদেশ সীমান্তের জলঙ্গি চোয়াপাড়ার সরকারপাড়া এলাকায় ছিল না কাঁটাতারের বেড়া। পঞ্চায়েতের তৈরি করা রাস্তার উপর দিয়েই চলাফেরা করতে হত বিএসএফ-কে। এরপর সেই রাস্তার পাশ দিয়েই বিএসএফ রোড তৈরি পরিকল্পনা করে।

মুর্শিদাবাদ: জমি জট কাটিয়ে সীমান্তে তৈরি হচ্ছে রাস্তা। বিএসএফ (BSF)-এর জন্য এই রাস্তা তৈরি হচ্ছে। সীমান্তে যাতে জওয়ানরা সুষ্ঠভাবে যাতায়াত করতে পারেন তার জন্য এই রাস্তা। শুধু তাই নয়, জাতীয় সুরক্ষা সুনিশ্চিত করতেও এই জমি দিল রাজ্যের ভূমি দফতর।
জানা গিয়েছে, এতদিন ভারত-বাংলাদেশ সীমান্তের জলঙ্গি চোয়াপাড়ার সরকারপাড়া এলাকায় ছিল না কাঁটাতারের বেড়া। পঞ্চায়েতের তৈরি করা রাস্তার উপর দিয়েই চলাফেরা করতে হত বিএসএফ-কে। এরপর সেই রাস্তার পাশ দিয়েই বিএসএফ রোড তৈরি পরিকল্পনা করে। শুধু তাই নয়, আরও কড়া নিরাপত্তা বাড়াতে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা করে বিএসএফ জওয়ানরা। মূলত, সেই কারণেই বিএসএফ আধিকারিক সহ বিএলআরও সহ অন্যান্য সরকারি আধিকারিকরা জমির সীমানা নির্ধারণ করেন। ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য চলছে মাপযোগ।
তৃণমূল নেতা রাকিবুল ইসলাম বলেন, “এই এলাকা বাংলাদেশ সীমান্তবর্তী। সেই কারণে রাস্তা ও কাঁটাতার দেওয়ার বন্দ্যোবস্ত করা হয়েছে। খুব দ্রুত এই নির্মাণ কাজ শুরু হবে। এখানে গ্রাম পঞ্চায়েতের রাস্তার সঙ্গে CPWD-র (সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট) রাস্তার সঙ্গে সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল। এরপর আজ বিএসএফ-এর আধিকারিক ও CPWD-র বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে কথা হয়েছে। আগামী দিনে এখানে ঢালাই রাস্তা ও কাঁটাতার দিয়ে সেই রাস্তা সুরক্ষিত করা হবে।”





