Cylinder Blast: স্ত্রীকে বাঁচাতে গিয়েছিলেন যুবক, হঠাৎই বিস্ফোরণের শব্দ, ঘটনাস্থলেই মৃত্যু

Cylinder Blast: আকস্মিক এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে সিলিন্ডার ফেটেই যে মৃত্যু হয়েছে, তেমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Cylinder Blast: স্ত্রীকে বাঁচাতে গিয়েছিলেন যুবক, হঠাৎই বিস্ফোরণের শব্দ, ঘটনাস্থলেই মৃত্যু
মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2023 | 12:01 PM

মুর্শিদাবাদ: আগুন দেখে স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছুটে গিয়েছিলেন যুবক। এরপরই বীভৎস শব্দ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সিলিন্ডার বিস্ফোরণের জেরেই যুবকের মৃত্যু বলে জানা গিয়েছে। সোমবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার দোগাছি সাকারঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নামে জোবের আলম(৩১)। তাঁর বাড়ি সাকারঘাট এলাকায়।

জানা গিয়েছে, সোমবার রাতে বাড়িতে ভাত রান্না করছিলেন জোবের আলমের স্ত্রী। হঠাৎই অসাবধানতাবশত গ্যাসে আগুন ধরে যায়। সেই সময় বাড়ির পাশে একটি দোকানে বসেছিলেন জোবের আলম। আগুন দেখতে পায়ে ছুটে যান তিনি। নিয়ন্ত্রণে আনতে ছুটে যান তিনি।

আগুন নেভানোর চেষ্টা করতে গিয়েই বিপত্তি ঘটে যায়। কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জোবের আলম নামে ওই যুবকের। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

আকস্মিক এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে সিলিন্ডার ফেটেই যে মৃত্যু হয়েছে, তেমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা। অনেক ক্ষেত্রেই অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটে থাকে, এ ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে বলে মনে করা হচ্ছে।