Migrant Death: পণের টাকা জোগাড় করতে গিয়েছিলেন কেরলে, ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের
মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পুরাতন গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জব্বার শেখ। তিন মাস আগে তিনি কাজের জন্য গিয়েছিলেন কেরলে। সেখানে সিমেন্টের গোডাউনে কাজ করতেন বলে জানা গিয়েছে। সম্প্রতি গোডাউনে কাজ করতে করতে হঠাৎ গরম লেগে যায় তাঁর। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
ডোমকল: পরিবারে অভাব। এলাকায় সব সময় কাজও মেলে না। তাই সংসারের জন্য টাকা রোজগারের আশায় এ রাজ্যের প্রচুর মানুষ পাড়ি দেন দেশের বিভিন্ন প্রান্তে। সেখানে গিয়ে মূলত শ্রমিকের কাজ করেন তাঁরা। তাঁদেরকেই পোশাকি নাম পরিযায়ী শ্রমিক। কেরলে কাজ করতে যাওয়া এ রকমই এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকায়।
মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পুরাতন গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জব্বার শেখ। তিন মাস আগে তিনি কাজের জন্য গিয়েছিলেন কেরলে। সেখানে সিমেন্টের গোডাউনে কাজ করতেন বলে জানা গিয়েছে। সম্প্রতি গোডাউনে কাজ করতে করতে হঠাৎ গরম লেগে যায় তাঁর। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার স্থানীয় হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জব্বারের মৃত্যুর খবর আসতেই তাঁর বাড়িতে নামে শোকের ছায়া। তাঁর মেয়েরা বাড়িতে কান্নায় ভেঙে পড়েন। মাস কয়েক আগেই মেয়ের বিয়ে দিয়েছিলেন। পণের টাকা শোধ করতে কেরলে কাজে গিয়েছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। কিন্তু সেখান থেকে বাবার নিথর দেহ ফিরে আসবে, তা ভেবেই শোকে কাতর জব্বারের মেয়েরা।