Murshidabad: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

Murshidabad: জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুল থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল তিন বন্ধু। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অর্জুনপুরের কান্তা মোড় এলাকায় বাইক ও জেনারেটর চালিত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে মৃত্যু হয় এক পরীক্ষার্থীর। গুরুতর আহও আরও দু'জন।

Murshidabad: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
পথ দুর্ঘটনায় মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 4:58 PM

ফরাক্কা: ফের মৃত্যু। ফের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী। ফের সেই মুর্শিদাবাদ। মঙ্গলবার সকালেই অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। এবার পথ দুর্ঘটনায় আরও এক পরীক্ষার্থীর মৃত্যুর খবর সামনে এল। জানা গিয়েছে, পরীক্ষা দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুল থেকে পরীক্ষা দিয়ে ফিরছিল তিন বন্ধু। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অর্জুনপুরের কান্তা মোড় এলাকায় বাইক ও জেনারেটর চালিত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে মৃত্যু হয় এক পরীক্ষার্থীর। গুরুতর আহও আরও দু’জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থীর নাম নাভিল শেখ। তাঁর বাড়ি ফরাক্কা থানার অন্তর্গত ঘোড়োই পাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্মরত চিকিৎসকরা ওই পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় জঙ্গিপুর মহকুমা হাসাপাতালে। গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি পিন্টু শেখ বলেন, “বাইক নিয়ে যাচ্ছিল। যেখানে ঘটনাটা ঘটেছে ওইখানে একটা টার্নিং পয়েন্ট আছে। সেইখানে গিয়ে টার্ন করতেই একটি ভটভটির সঙ্গে ধাক্কা খায়। আর তারপরই মৃত্যু হয়।”

প্রসঙ্গত, আজই মৃত্যু হয়েছে আরও এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। বিশেষভাবে সক্ষম ওই পরীক্ষার্থীর আচমকা মৃত্যু হয়। বাবার সামনেই অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাঁকে পরীক্ষার হলে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই মৃত্যু হয় তাঁর।