Murshidabad: ‘স্যর এখনও ক্লাসে আসেননি’, স্রেফ এটা বলাতেই ছাত্রকে বেধড়ক ‘মার’ শিক্ষকের

Murshidabad: অভিযোগ,  তার জন্যই ক্লাসে গিয়ে বেধড়ক মারধর ও গালাগালি করেন অভিযুক্ত ওই শিক্ষক।  পরিবারের দাবি, মারধরের ফলে একাধিক জায়গায় আঘাত পায় ওই ছাত্র। ও কানের পাশ দিয়ে রক্তপাতও হয়।

Murshidabad: 'স্যর এখনও ক্লাসে আসেননি', স্রেফ এটা বলাতেই ছাত্রকে বেধড়ক 'মার' শিক্ষকের
ছাত্রকে মারধরের অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 3:06 PM

মুর্শিদাবাদ:  ক্লাস নেওয়ার জন্য শিক্ষকে বলতে গিয়ে ছাত্রের উপর চড়াও শিক্ষক।  জুটলো বেধড়ক মার। ভয়ঙ্কর অভিযোগ মুর্শিদাবাদের ফরাক্কার নয়কসুখ লক্ষ্মী নারায়ণ সিংহ মেমোরিয়াল হাই স্কুলে।  ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পঞ্চম শ্রেণির ছাত্র। ভয়ে সে স্কুলে যেতেই চাইছে না বলে দাবি পরিবারের। আক্রান্ত ছাত্র রূপেশ সিংহের পরিবারের বক্তব্য, গত শুক্রবার স্কুলে পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়ার জন্য স্কুলে কোন শিক্ষক না আসায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে যায় রূপেশ সিংহ। কেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে গিয়ে ক্লাসে শিক্ষক নেই বলে ওই ছাত্র, তাতেই মারাত্মক চটে যান শিক্ষক।

অভিযোগ,  তার জন্যই ক্লাসে গিয়ে বেধড়ক মারধর ও গালাগালি করেন অভিযুক্ত ওই শিক্ষক।  পরিবারের দাবি, মারধরের ফলে একাধিক জায়গায় আঘাত পায় ওই ছাত্র। ও কানের পাশ দিয়ে রক্তপাতও হয়। মারধোরের সময় পাশের ক্লাসে থাকা এক শিক্ষক ও শিক্ষিকা ছুটে গিয়ে ছাত্রকে উদ্ধার করেন।

ছাত্র বাড়ি গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়। আক্রান্ত ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। ছাত্রের অভিভাবক ওই শিক্ষকের বিরুদ্ধে ফরাক্কা থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বর্তমানে এখন কিছুটা সুস্থ থাকলেও আতঙ্কের মধ্যে রয়েছে ছাত্র। স্কুল যেতে রীতিমতো ভয় পাচ্ছে। ছাত্রকে বেধড়ক মারধরের ঘটনা শিকার করে স্কুল কর্তৃপক্ষ।

হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার দাস ও পরিচালন কমিটির সভাপতি সোমেন পান্ডে জানান, “ছাত্রকে মারধর করাটা অপরাধ এবং আমরা স্কুল কমিটির বৈঠক ডেকে ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।”