H.S Exam 2024: ‘বলেছিলাম শরীর খারাপ লাগলে যাস না, হঠাৎই লালঝোল পড়তে শুরু করল…’, হলে ঢোকার আগেই মৃত্যু উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীর
Murshidabad: পরিবার সূত্রে খবর, প্রীতম পড়াশোনা করত মুরালিপুকুর হাই স্কুলে। ছোট থেকে বিশেষভাবে সক্ষম সে। তবে মনের জোড় ছিল বরাবর অটুট। মেধাবী ছেলেটার পড়াশোনার প্রতি ভাল লাগা ছিল বরাবর। তাই শারীরিক প্রতিবন্ধকতা কখনও বাধা হতে পারেননি কোনও কাজেই।
মুর্শিদাবাদ: অত্যন্ত মর্মান্তিক ঘটনার খবর এল মুর্শিদাবাদ থেকে। উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু এক পরীক্ষার্থীর। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত পরীক্ষার্থীর নাম প্রীতম দাস।
পরিবার সূত্রে খবর, প্রীতম পড়াশোনা করত মুরালিপুকুর হাই স্কুলে। ছোট থেকে বিশেষভাবে সক্ষম সে। তবে মনের জোড় ছিল বরাবর অটুট। মেধাবী ছেলেটার পড়াশোনার প্রতি ভাল লাগা ছিল বরাবর। তাই শারীরিক প্রতিবন্ধকতা কখনও বাধা হতে পারেননি কোনও কাজেই। কিন্তু আজ ছেলেটার এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না তাঁরা বাবা।
আজ উচ্চ-মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র পড়েছিল অরঙ্গবাদ হাইস্কুলে। স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল প্রীতম। বাবার সঙ্গে কথা বলতে বলতেই পরীক্ষা কেন্দ্র পৌঁছয়। তবে হলে ঢোকার মুখে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। জ্ঞান হারায়। দ্রুত গাড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয় হিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে।
চোখের সামনেই ছেলের এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না তাঁর বাবা। তিনি বলেন, “ও সকালেও আমার সঙ্গে কথা বলেছে। আমি ওকে বললাম শরীর যদি খারাপ লাগে তাহলে পরীক্ষা দিতে হবে না। ও শুনল না। বলল পরীক্ষা দেবে। হলে ঢোকার সময় হঠাৎ অজ্ঞান হয়ে গেল। লালঝোল বেরতে শুরু করল। আমি চটজলদি নিয়ে গেলাম স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই…।”