Migrant Worker Death: মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু দিল্লিতে

Migrant Worker Death: এ দিকে শ্রমিকের বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনা জানাজানি হতেই সোমবার সকাল থেকে মৃত শ্রমিকের বাড়িতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই তাঁর দেহ বাড়ি নিয়ে আসতে তৎপরতা শুরু হয়েছে পরিবারের পক্ষ থেকে। এদিকে দিন কয়েকের মধ্যেই ফের একবার ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

Migrant Worker Death: মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের মৃত্যু দিল্লিতে
কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 4:51 PM

ধুলিয়ান: আবারও পরিযায়ী শ্রমিকের মৃত্যু ভিনরাজ্যে গিয়ে। এবার দিল্লিতে রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে, পানীয় জল তুলতে গিয়ে মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এ দিকে, মর্মান্তিক এই ঘটনার খবর আসতেই শোকের ছায়া ওই পরিবারে।

পরিবার সূত্রে খবর, মৃতের নাম মোকলেসুর রহমান (৩৩)। তিনি মুর্শিদাবাদের ধূলিয়ান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নতুন কৃষ্ণপুরের বাসিন্দা। জানা গিয়েছে, মাস দু’য়েক আগেই ধুলিয়ান থেকে রাজমিস্ত্রির কাজের জন্য দিল্লির সরোজিনী নগরে গিয়েছিলেন মোকলেসুর। দিন কয়েক পরেই ছুটিতে বাড়ি আসার কথা ছিল তাঁর। জানা গিয়েছে, রবিবার অন্যান্য দিনের মতো কাজ করছিলেন ওই শ্রমিক। সেই সময় জলের প্রয়োজন পড়লে মোটর চালু করেন তিনি। কিন্তু তখনই মোটরে সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। তড়িঘড়ি মোখলেসুর রহমানকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এ দিকে শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা জানাজানি হতেই সোমবার সকাল থেকে মৃত শ্রমিকের বাড়িতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই তাঁর দেহ বাড়ি নিয়ে আসতে তৎপরতা শুরু হয়েছে পরিবারের পক্ষ থেকে। এদিকে দিন কয়েকের মধ্যেই ফের একবার ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

গত ২১ অগস্ট মিজোরামে রেলের  নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ে মালদহের ২৪ শ্রমিকের মৃত্যু হয়। ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলার শ্রমিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েকদিন পর মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় দিল্লিতে। এবার সেই দিল্লিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের।