Murshidabad News: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণর অনুগামীকে সরাল তৃণমূল, নতুন কে কোন পদ পেলেন?

Murshidabad News: গত পঞ্চায়েত ভোটের পূর্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন, পঞ্চায়েতের পারফরম্যান্স, জনসংযোগ, স্বচ্ছতার উপর জোর দেওয়া হবে। কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবে না দল। বস্তুত, বর্তমানে বিভিন্ন অভিযোগ বিদ্ধ তৃণমূল। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে কোনও খামতি রাখতে নারাজ তারা।

Murshidabad News: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণর অনুগামীকে সরাল তৃণমূল, নতুন কে কোন পদ পেলেন?
জীবনকৃষ্ণ সাহার অনুগামীকে সরাল তৃণমূলImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2024 | 6:36 AM

বহরমপুর: লোকসভা ভোটকে মাথায় রেখে ঘর গোছানোর পালা চলছে রাজ্যের শাসকদল তৃণমূলের। সেই অধ্যায়ে বুধবার সন্ধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের বেশ কয়েকটি সভাপতি পরিবর্তন। তবে শুধু মুর্শিদাবাদ নয়, রদবদল হয়েছে বীরভূমেও।

গত পঞ্চায়েত ভোটের পূর্বে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন, পঞ্চায়েতের পারফরম্যান্স, জনসংযোগ, স্বচ্ছতার উপর জোর দেওয়া হবে। কোনও রকম দুর্নীতি বরদাস্ত করবে না দল। বস্তুত, বর্তমানে বিভিন্ন অভিযোগ বিদ্ধ তৃণমূল। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে কোনও খামতি রাখতে নারাজ তারা। এই অবস্থায় দলের অন্দরের এই বদল খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।

তৃণমূল সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে বড়ঞা বিধায়ক জীবন সাহার। গতকালের প্রকাশিত লিস্টে দেখা গেল তাঁরই অনুগামী রবিন ঘোষকে সভপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বড়ঞাতে সাংগঠনিক দু’টি ব্লক করা হয়েছে। বড়ঞা উত্তরে ব্লক সভাপতি হয়েছে জীবন সাহার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত প্রাক্তন ব্লক সভাপতি গোলাম মুর্শেদকে। অন্যদিকে ভরতপুর বিধানসভায় হুমায়ুন বিরোধী দুই ব্লক সভাপতির উপরে আস্থা রেখেছে দল। ভরতপুর এক নম্বর ব্লকে নজরুল ইসলাম ও দুই নম্বরে মোস্তাফিজুর রহমানকে করা হয়েছে সভাপতি।