Murshidabad Teacher: ‘আইকন অব এশিয়া’, জিল্লার স্যারের সাফল্যে খুশি ডোমকলবাসী
Murshidabad Teacher: গত ১২ ডিসেম্বর রাজস্থানের জয়পুর থেকে 'ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৩' এসে পৌঁছয় শিক্ষক জিল্লার রহমানের বাড়িতে। তারপর মাত্র ১০ দিনের ব্যবধানে গত ২২ ডিসেম্বর তিনি পেয়েছেন আরও এক আন্তর্জাতিক স্বীকৃতি।
মুর্শিদাবাদ: এক মাসের মধ্যে পরপর রেকর্ড। একাধিক বিশেষ তকমা এল ডোমকলের শিক্ষকের ঝুলিতে। প্রথমে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ নাম ওঠে ডোমকলের প্রত্যন্ত এলাকার শিক্ষক জিল্লার রহমানের। কয়েক মাসের মধ্যেই তিনি পেলেন ‘ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড’ এবং ‘আইকন অব এশিয়া’র তকমা। এই সাফল্যে আপ্লুত শিক্ষক জিল্লার রহমান। শুধু তিনি নন, তাঁর এই সাফল্যে খুশি গোটা ডোমকলের মানুষ।
মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদের প্রত্যন্ত এলাকার বাসিন্দা জিল্লার রহমান। বর্তমানে তিনি মুর্শিদাবাদের রাণিনগরের রামনগর হাই মাদ্রাসার শিক্ষক। দীর্ঘ ২৩ বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত তিনি। একই সঙ্গে লেখেন বইও। বই লিখেই ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডসে’ নাম তুলেছেন তিনি। অন্যান্য বইয়ের পাশাপাশি ছোটদের জন্যও একাধিক বই লিখেছেন তিনি। ফিনিক্স নামে একটি বই তিনি লিখেছেন, যা ছোটদের ইংরেজি শিখতে অনেক সাহায্য করবে।
গত ১২ ডিসেম্বর রাজস্থানের জয়পুর থেকে ‘ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৩’ এসে পৌঁছয় শিক্ষক জিল্লার রহমানের বাড়িতে। তারপর মাত্র ১০ দিনের ব্যবধানে গত ২২ ডিসেম্বর তিনি পেয়েছেন আরও এক আন্তর্জাতিক স্বীকৃতি। ‘আইকন অব এশিয়া’ শিরোপা পেয়েছেন তিনি।
জিল্লার রহমান জানিয়েছেন, স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে এশিয়ার একাধিক দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। প্রত্যেকে সেই আরও বেশি করে বই লিখবেন বলে জানিয়েছেন জিল্লার রহমান।