Bomb Recovered: শনির সকালে ব্যাপক উত্তেজনা সামশেরগঞ্জে, উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা

Bomb Recovered: কে বা কারা ওই এলাকায় বোমাগুলি ফেলে রেখে গেল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শনিবার সকালে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হাসুপুর গ্রামে। বোমাগুলি প্রথমে দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশে।

Bomb Recovered: শনির সকালে ব্যাপক উত্তেজনা সামশেরগঞ্জে, উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা
ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 1:33 PM

সামশেরগঞ্জ: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কয়েক মাস আগে পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার বোমা উদ্ধারের ছবি দেখা গিয়েছিল। তা নিয়ে উদ্বেগও বেড়েছিল প্রশাসনিক মহলে। আতঙ্ক বেড়েছিল নাগরিক মহলে। এবার ভোট মেটার মাস ছয়েক পরেও একই ছবি দেখা গেল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জের হাসুপুরে ফিডার ক্যানেল সংলগ্ন একটি জঙ্গল থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। 

কে বা কারা ওই এলাকায় বোমাগুলি ফেলে রেখে গেল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শনিবার সকালে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হাসুপুর গ্রামে। বোমাগুলি প্রথমে দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশে। খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে আসে পুলিশ। যে জায়গায় বোমাগুলি পাওয়া গিয়েছে সেই গোটা জায়গাটিই ঘিরে ফেলা হয়েছে। খবর গিয়েছে বোম্ব স্কোয়াডের কাছেও। বোমার উৎস সন্ধানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 

এদিকে গত অগস্টে বোমা বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল সামশেরগঞ্জ ব্লকের লস্করপুর গ্রামে। ঘটনায় আহত হয়েছিল ৯ বছরের এক শিশুও। অন্যদিকে দুর্গাপুজোর সময়েও সামশেরগঞ্জে আম বাগানের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল বোমা। ষষ্ঠীর সকালে সামশেরগঞ্জ থানার খেজুরতলা এলাকা থেকে দুই বালতি বোমা উদ্ধার করেছিল পুলিশ। এবার ফের একই ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়ায় তা নিয়ে বাড়ছে চাপানউতোর।