Murshidabad: ভোট আসে ভোট যায়, কবে বদলাবে ছবি? রোগী খাটিয়ায় হাসপাতালে যেতেই প্রশ্ন ভবানন্দপুরের
Murshidabad: গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তার জেরে তাঁদের এলাকার উন্নতি যেমন হচ্ছে না তেমনই বঞ্চিতও হচ্ছেন একাধিক বিষয় থেকে। দুয়ারে রেশন চালু হলেও এলাকার বাসিন্দাদের বাড়িতে তা আসছে না। স্কুলের পড়াশোনাও ধাক্কা খাচ্ছে।
মুর্শিদাবাদ: কখনও মুর্শিদাবাদ তো কখনও জলপাইগুড়ি। বেহাল রাস্তার জেরে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুল্যান্সের বদলে ভরসা খাটিয়ায়। সম্প্রতি লাগাতার এই ছবি সামনে এসেছে নানা প্রান্ত থেকে। একদিন আগেই একই চিত্র দেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার হিজল গ্ৰাম পঞ্চায়েতের ভবানন্দপুর গ্ৰামে। মুমূর্ষু রোগীকে বাঁশের তৈরি দোলনায় চাপিয়ে চারজন চারদিকে কাঁধ দিয়ে নিয়ে যাচ্ছেন চিকিৎসা করাতে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছিল নাগরিক মহলে। তবে সোমবারের পর মঙ্গলবারও দেখা গেল একই ছবি।
চিকিৎসার জন্য ট্রাক্টরে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। হাসপাতালে যেতে গিয়ে সমস্যায় গর্ভবতীরা। জোরালো হয়েছে রাস্তা নির্মাণের দাবি। এ নিয়ে চাপানউতোর চলছে রাজনৈতিক মহলেও। নেতারা বলছেন, নাটক করছে। তবে পাল্টা দিতে ছাড়েনি গ্রামবাসীরা। সাফ বলছেন, চোর বলছে আমরা নাটক করছি। এসে দেখে যাক। এই রাস্তায় চলাচল করে দেখুক।
গ্রামবাসীদের অভিযোগ, বেহাল রাস্তার জেরে তাঁদের এলাকার উন্নতি যেমন হচ্ছে না তেমনই বঞ্চিতও হচ্ছেন একাধিক বিষয় থেকে। দুয়ারে রেশন চালু হলেও এলাকার বাসিন্দাদের বাড়িতে তা আসছে না। স্কুলের পড়াশোনাও ধাক্কা খাচ্ছে। রাস্তার বেহাল দশার কারণে সময়ে স্কুলে আসতে পারছেন শিক্ষকরা। মোটের উপর শিক্ষা থেকে স্বাস্থ্য সব কিছুতেই বঞ্চিত ভবানন্দপুর গ্ৰাম। সে কারণেই দ্রুত রাস্তা নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে।
প্রসঙ্গত, কান্দি শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে রয়েছে এই গ্রাম। তারপরেও উন্নয়ন যজ্ঞ থেকে কীভাবে বাদ পড়ছে এই গ্রাম সেই প্রশ্ন উঠছে। গ্রামবাসীরা ক্ষোভের সুরেই বলছেন, ভোট আসে ভোট যায়। প্রতিশ্রুতিও মেলে। কিন্তু, বদলায় না পরিস্থিতি। বর্তমানে দোলায় চড়ে রোগীর হাসপাতালে যাওয়ার ছবি ভাইরাল হতেই ফের চর্চায় এই গ্রাম। এখন দেখার পরিস্থিতি কবে বদলায়।