Humayun Kabir: ‘কারও বিরাগভাজন হলে কিছু করার নেই’, কালীঘাটের বৈঠক নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর

Humayun Kabir: হুমায়ুন কবীর বলেন, "গতকাল আমাকে বলা হয়েছে বাইরে না কথা বলতে। কিন্তু বাইরে কথা বলা যদি বারণ থাকে, আমি ভিতরে কী বললাম সেটা বাইরে আসছে কী করে? সে দায়ও তো তাদের নিতে হবে।" এ প্রসঙ্গেই শুক্রবারের বৈঠকের একটি বিষয় তুলে ধরেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

Humayun Kabir: 'কারও বিরাগভাজন হলে কিছু করার নেই', কালীঘাটের বৈঠক নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর
বিধায়ক হুমায়ুন কবীর। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 8:01 PM

মুর্শিদাবাদ: ফের স্বমেজাজে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবারের বৈঠকের পর হুমায়ুনের বক্তব্য, “আমি সাদাকে সাদা, কালোকে কালো বলি। কালীদাস মার্কা রাজনীতি আমি করি না। যে ডালে থাকি সে ডাল কাটার স্বভাব আমার নেই। যখন যেটা করেছি ১০০ শতাংশ দিয়েই করেছি।” শুক্রবারই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বৈঠক করেছিলেন। মুর্শিদাবাদ জেলা নিয়ে এই বৈঠকে ছিলেন হুমায়ুন। সূত্রের খবর, সেখানে মমতা তাঁকে সতর্ক করেন প্রকাশ্যে বিবৃতি দেওয়া নিয়ে।

এদিন হুমায়ুন কবীর বলেন, “গতকাল আমাকে বলা হয়েছে বাইরে না কথা বলতে। কিন্তু বাইরে কথা বলা যদি বারণ থাকে, আমি ভিতরে কী বললাম সেটা বাইরে আসছে কী করে? সে দায়ও তো তাদের নিতে হবে।” এ প্রসঙ্গেই শুক্রবারের বৈঠকের একটি বিষয় তুলে ধরেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

হুমায়ুন কবীর বলেন, “দিদির নেতৃত্বে আমরা দল করি। ওনার উপর আমাদের পুরোপুরি ভরসা আছে। গতকাল দিদিই আমাকে বলতে বলেন। জেলার সংগঠনের এই মুহূর্তে কী অবস্থা, এককভাবে লড়লে ৩টে আসনই জিততে পারব কি না তার বিস্তারিত ব্যাখ্যা করতে বলেছেন। সেটা বলতে গিয়ে সংগঠনের যা ত্রুটি তাও তো বলতেই হবে। জেলার নেতা, ব্লক নেতা, বুথ নেতা থেকে সবস্তরের মধ্যে যে সমন্বয় দরকার, তার ঘাটতির কথা যখন বললাম সাধারণ সম্পাদক তখন আমাকে থামতে বললেন। উনি বললেন ‘আপনি ভুল তথ্য দিচ্ছেন’। আমি বললাম, না আমি সঠিক তথ্যই দিচ্ছি। সেটা বলায় যদি কারও বিরাগভাজন হই আমার কিছু করার নেই। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলি। কোথায় খামতি সেটা তো বলাই যায়। আর এই যে কাল তো মিটিংয়ে প্রেস ছিল না, কেউ বাইরের ছিল না। তাহলে দলের কথা কী করে বাইরে এল? এখন পাল্টা আমার রিঅ্যাকশন চাইলে বলতে তো হবেই।”