জলে ডুবল বোন, বাঁচাতে গিয়ে তলিয়ে গেল দাদাও!

দিন দুয়েক আগে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত নন্দনপুর গ্ৰামে একই পরিবারের তিন শিশুর জলে ডুবে মৃত্যু হয় এভাবে। আবারও জলে ডুবে শিশু মৃত্যুর ঘটনা জেলায়।

জলে ডুবল বোন, বাঁচাতে গিয়ে তলিয়ে গেল দাদাও!
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: May 18, 2021 | 10:22 PM

মুর্শিদাবাদ: ফের মুর্শিদাবাদ। দু’দিনের ব্যবধানে ফের এক শিশুর জলে ঢুবে মৃত্যুর ঘটনা জেলায়। আবারও ইটভাটার খাদে পড়ে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের সীতানগর গ্রামে।

জানা গিয়েছে, বছর আটের মুরসালিন সেখ আর সাত বছরের নিলুফা খাতুন বাড়ির পাশে ইটভাটার মাঠে খেলছিল। মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল দুই ভাইবোন। এদিন দুপুরে খাওয়া-দাওয়ার পর বাড়ির পাশে মাঠে খেলছিল তারা। সেই সময় কোনওভাবে ভাই বা বোনের মধ্যে কেউ ইটভাটার খালে পড়ে যায় বলে অনুমান। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় অন্যজনও। আচমকা এক শিশুকে জলে ভাসতে দেখে কয়েকজন। তারা ছুটে যায় খবর দিতে। এর পর এলাকাবাাসী এসে এক শিশুকে উদ্ধার করতে নেমে আরও একজনকে পায়। দুজনেরই তখন মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

আরও পড়ুন: খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর

প্রসঙ্গত, দিন দুয়েক আগে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত নন্দনপুর গ্ৰামে একই পরিবারের তিন শিশুর জলে ডুবে মৃত্যু হয় এভাবে। আবারও জলে ডুবে শিশু মৃত্যুর ঘটনা জেলায়।