করোনায় মৃত্যু দুই প্রার্থীর! ১৩ নয়, ১৬ মে হবে জঙ্গিপুর ও সামসেরগঞ্জের ভোট

জঙ্গিপুর (Jangipur) ও সামসেরগঞ্জের (Samserganj) ভোট (West Bengal Assembly Election 2021) পিছিয়ে ১৬ মে করা হল।

করোনায় মৃত্যু দুই প্রার্থীর! ১৩ নয়, ১৬ মে হবে জঙ্গিপুর ও সামসেরগঞ্জের ভোট
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 11:57 AM

মুর্শিদাবাদ:   জঙ্গিপুর (Jangipur) ও সামসেরগঞ্জ (Samserganj) – মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রের ভোট (West Bengal Assembly Election 2021) পিছিয়ে ১৬ মে করা হল। ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। গণনা হবে ১৯ মে। ইদ থাকায় নির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল সংযুক্ত মোর্চা। সংযুক্ত মোর্চার প্রার্থীর আবেদনকে মান্যতা দিয়ে কমিশনের এই সিদ্ধান্ত।

সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থীর আকস্মিক মৃত্যুতে ভোটগ্রহণ পর্ব স্থগিত হয়ে যায় এই দুটি কেন্দ্রে। এবার দুই কেন্দ্রের নির্বাচনের নতুন দিন ঘোষণা করে কমিশন। প্রথমে ঠিক হয় ১৩ মে মুর্শিদাবাদ জেলার এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়, ১৩ মে নয়, ১৬ মে হবে নির্বাচন।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: ‘বাচ্চাগুলোকে সুদ্ধ মার!’ ভোটের সকালে এক জনকে ফেলা হল নর্দমায়, কয়েক মাসের শিশুর পায়ে থাপ্পড়!

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামসেরগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। ঠিক তার পরদিনই মৃত্যু হয় জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। সে কারণে দুই কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব স্থগিত হয়ে যায়। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু বাংলা। তার মধ্যে নির্বাচন আরও বিপদ বাড়িয়েছে। মিটিং, মিছিল, র্যালি, রোড শো অরক্ষিত মুখের ভিড় সুপার স্প্রেডারের কাজ করেছে। আক্রান্ত হয়েছেন একাধিক প্রার্থী। স্বাস্থ্য সচেতকরা বলছেন, এই পরিস্থিতিতে বাতিল করা হোক নির্বাচনী প্রচার। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, সংক্রমণ রুখতে কেবল পুলিশই দায়িত্ব নেবে না, সতর্ক হতে হবে রাজনৈতিক নেতাদেরও।