Panchayat Election 2023: ‘নকল ব্যালট ছাপানোর চেষ্টা পুলিশের!’ কমিশনারের কাছে ‘উর্দিধারী ক্যাডারদের’ বিরুদ্ধে নালিশ অধীরের

Adhir Ranjan Chowdhury: কমিশনারকে পাঠানো চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি নালিশ জানিয়েছেন, পুরুলিয়ার তিনজন ডাব্লুবিসিএস অফিসারকে পুলিশের উচ্চপদস্থ অফিসাররা চাপ দিচ্ছেন। মাস্টার কি তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনিক অফিসারদের উপর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

Panchayat Election 2023: 'নকল ব্যালট ছাপানোর চেষ্টা পুলিশের!' কমিশনারের কাছে 'উর্দিধারী ক্যাডারদের' বিরুদ্ধে নালিশ অধীরের
কমিশনকে চিঠি অধীরেরImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 6:49 PM

মুর্শিদাবাদ: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ঘিরে অভিযোগের অন্ত নেই। একের পর এক অভিযোগ বিরোধীদের। কখনও বিরোধীদের গান পয়েন্টে রেখে ভয় দেখানোর অভিযোগ, মানসিক ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। ভোটের দিনক্ষণ এগিয়ে আসতেই এবার আরও বিস্ফোরক অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury)। নকল ব্যালট পেপার ছাপানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা। সেই নিয়ে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠিও পাঠিয়েছেন অধীর।

কমিশনারকে পাঠানো চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি নালিশ জানিয়েছেন, পুরুলিয়ার তিনজন ডাব্লুবিসিএস অফিসারকে পুলিশের উচ্চপদস্থ অফিসাররা চাপ দিচ্ছেন। মাস্টার কি তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য প্রশাসনিক অফিসারদের উপর চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। একই সিরিয়াল নম্বরে নকল ব্যালট পেপার ছাপানোর জন্য এই চেষ্টা করা হচ্ছে বলে দাবি অধীরের। কিন্তু ওই প্রশাসনিক অফিসাররা তাতে রাজি ছিলেন না। আর তারপরই নবান্ন থেকে ওই অফিসারদের বদলির নির্দেশিকা দেওয়া হয় বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির।

রাজ্যের শাসক শিবির তথা সরকারকে কটাক্ষ করে চিঠিতে অধীর লিখেছেন, ‘এভাবেই সৎ অফিসারদের পুরস্কৃত করা হচ্ছে!’ নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতে অধীরের অভিযোগ, ওই পুলিশ অফিসারদের লক্ষ্য ছিল নকল ব্যালট বাক্স ঢুকিয়ে আসল বাক্সগুলিকে সরিয়ে দেওয়া। ‘উর্দিগায়ে তৃণমূলের ক্যাডাররা’ পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছেন বলেও চিঠিতে লিখেছেন অধীর।

উল্লেখ্য, এই নকল ব্যালট নিয়ে গতকালই বোমা ফাটিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। আর আজ এই নিয়ে সরাসরি রাজ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়ে রাখলেন তিনি। রাজীব সিনহা যাতে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করেন এবং ‘উর্দিধারী ক্যাডারদের’ বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেন সেই দাবি জানিয়েছেন অধীর চৌধুরী। গতকাল অধীরের অভিযোগের পর বাকি বিরোধী দলগুলিও একই সুরে সুর চড়িয়েছিল। যদিও তৃণমূল শিবির থেকে এই জাতীয় অভিযোগ আদৌ বাস্তবসম্মত কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অধীর কেন তাঁর অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছেন না, তা নিয়েও প্রশ্ন ছিল তৃণমূলের। এবার শেষেমেষ কমিশনারের কাছে চিঠি লিখে ফেললেন অধীর।