Panchayet Scam: তৃণমূল উপপ্রধানের বাবার পাকা বাড়ি, তারপরও ঘরহীনদের প্রকল্পে নাম

Murshidabad: কেন তালিকায় নাম, যুক্তি শুনলে মাথা খারাপ হয়ে যাবে যে কারও।

Panchayet Scam: তৃণমূল উপপ্রধানের বাবার পাকা বাড়ি, তারপরও ঘরহীনদের প্রকল্পে নাম
উপপ্রধানের বাবা বখতার দেওয়ান। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 9:19 PM

মুর্শিদাবাদ: আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল মুর্শিদাবাদে। তৃণমূল পরিচালিক পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদ বড়ঞা-১ গ্রামপঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, ওই উপপ্রধান আবাস যোজনা প্লাস প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ করেছেন। পছন্দের লোক বেছে বেছে সরকারি প্রকল্পের সুবিধা দিয়েছে। এমনকী পাকা বাড়ি রয়েছে এমন নামও তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। উপপ্রধান শরিফ দেওয়ান এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ। বড়ঞা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এর যথাযথ বিচারের দাবি করা হয়েছে।

বড়ঞার ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক বলেন, বড়ঞা-১ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান শরিফ দেওয়ান যে তালিকা চূড়ান্ত করেছেন সেখানে ওনার বাবার নামও ঢুকিয়ে দিয়েছেন। শুধু বাবা নন, তাঁর কাকা, তুতো ভাইদের নাম রয়েছে। তাঁর আত্মীয় প্রায় ১৮ জনের নাম রয়েছে তালিকায়। তাঁদের পাকা বাড়িও রয়েছে। তারপরও ঘরহীনদের জন্য প্রকল্পেৎ উপভোক্তা হয়েছেন। কংগ্রেসের দাবি, এই ঘটনার যথাযথ তদন্ত হলে কেঁচোর সঙ্গে কেউটেও উঠে আসবে।

উপপ্রধান শরিফ দেওয়ানের বাবা বখতার দেওয়ান জানান, “আমি আবেদন করেছিলাম আবাস যোজনা প্রকল্পে। এখন পাকা বাড়ি। কিন্তু আগে মাটির বাড়ি ছিল। সেই সময় আমি আবেদন করেছিলাম।” এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন, “যখন এই তালিকা তৈরি হয় আমি সে সময় প্রধান ছিলাম না। তালিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন তা খতিয়ে দেখা হবে। আমাদের নেত্রী সবসময় সাধারণ মানুষের পাশে থাকার কথা বলেন। আমরাও তাতেই বিশ্বাসী। আর উপপ্রধানের লোক বলে অভিযোগ উঠেছে। এখনও প্রমাণ হয়নি তাঁরা উপপ্রধানেরই লোক। সেটাও তো তদন্ত সাপেক্ষ।”

আরও পড়ুন: West Bengal Weather Update: কালবৈশাখীর অপেক্ষায়? শুধু কলকাতা না, জেলাগুলির জন্যও ‘ভাগ্য গণনা’ হাওয়া অফিসের

আরও পড়ুন: Anubrata Mondal: আর্টারিতে ৭০ শতাংশ ব্লক, হাসপাতাল ছাড়ার আগে ‘দিল খুলে’ সবাইকে মিষ্টি খাওয়ালেন অনুব্রত

আরও পড়ুন: Behala Viral Video: বন্দুক উঁচিয়ে ধেয়ে যাচ্ছেন ব্যবসায়ী, দিনেদুপুরে পর্ণশ্রীর ঘটনায় শোরগোল, রইল ভিডিয়ো