Murshidbad: মাঠে কাজ করতে গিয়ে আর ফেরা হল না, লালগোলায় বজ্রাঘাতে মৃত ৩

Lightening Strike: মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত্যু হল তিন জনের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে লালগোলা থানা এলাকায়। মৃতদের মধ্যে দুই জন যশয়তলা অঞ্চলের অন্তর্গত ভাটুপাড়া উঁচুডিহির বাসিন্দা। তৃতীয়জনের বাড়ি লালগোলা থানা এলাকার রাজারামপুর এলাকায়।

Murshidbad: মাঠে কাজ করতে গিয়ে আর ফেরা হল না, লালগোলায় বজ্রাঘাতে মৃত ৩
বজ্রপাতে মৃত্যু তিন জনের
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 9:18 PM

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত্যু হল তিন জনের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে লালগোলা থানা এলাকায়। মৃতদের মধ্যে দুই জন যশয়তলা অঞ্চলের অন্তর্গত ভাটুপাড়া উঁচুডিহির বাসিন্দা। নাম জাকির হোসেন (২৪) এবং শারিকুল ইসলাম (১০)। এই দুই জন সম্পর্কে মামা ও ভাগ্লে। জমিতে সেচ দিতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান তাঁরা। অন্যদিকে তৃতীয়জনের বাড়ি লালগোলা থানা এলাকার রাজারামপুর এলাকায়। মৃতের নাম বাপি ঘোষ। শুক্রবার দুপুর থেকেই মুর্শিদাবাদে আকাশ কালো করে মেঘ জমে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। আর সেই সঙ্গে বজ্রপাতও হতে থাকে। এবার সেই স্বস্তির বৃষ্টিই অন্ধকার ডেকে আনল মুর্শিদাবাদে। মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন তিন জন।

জানা গিয়েছে যশয়তলা এলাকার বাসিন্দা জাকির হোসেন ও শারিকুল ইসলাম শুক্রবার জুম্মার নমাজের পর জমিতে সেচ দিতে গিয়েছিলেন। ঘড়িতে তখন প্রায় দুপুর দুটো। তাঁরা জমিতে যাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রপাত। বৃষ্টির জল থেকে বাঁচতে সেই সময় একটি গাছের নীচে আশ্রয় নেন তাঁরা। আর সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় মামা ও ভাগ্নের। এদিকে অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও মামা ও ভাগ্নেকে বাড়িতে ফিরে আসতে না দেখায় আব্দুল রহব নামে এক ব্যক্তি মাঠে যান তাঁদের খোঁজে। তখনই জাকির হোসেন ও শারিকুল ইসলামেকে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তাঁদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মুর্শিদাবাদে শুক্রবার কয়েক ঘণ্টার বৃষ্টিতে প্রাণ কাড়ল তিন জনের। একদিকে যখন বৃষ্টির জন্যে হাপিত্যেশ করে বসে রয়েছে মানুষ, তখন মুর্শিদাবাদের এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি নেমে এসেছিল জেলায়। কিন্তু ঘন ঘন বজ্রপাতের ফলে তিন জনের মৃত্যুতে অন্ধকার নেমে এসেছে তাঁদের পরিজনদের মধ্যে। সবথেকে মর্মান্তিক বিষয়টি হল, মৃতদের মধ্যে একজন রয়েছে নাবালক। লালগোলায় একইদিনে তিন জনের মৃত্যুতে এলাকায় নেমেছে কান্নার রোল।

আরও পড়ুন : Taratala Flyover: তারাতলা উড়ালপুলে বড়সড় ফাটল, সংস্কারের জন্য বন্ধ থাকবে বেহালামুখী লেন