Nabagram Election Result 2021 Live: নবগ্রামে বামেদের ‘বিধি বাম’ বিজেপি
নবগ্রামে (Nabagram Assembly Election Result Update) বামদূর্গে বাড়ছে গেরুয়া। তৃণমূলের প্রধান প্রতিপক্ষ এখন বিজেপি। দেখুন, এই কেন্দ্রের সব তথ্য এক নজরে।
মুর্শিদাবাদ: নবগ্রাম বিধানসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৬৫ নং নবগ্রাম বিধানসভা কেন্দ্রটি নবগ্রাম সমষ্টি উন্নয়ন ব্লক এবং নিয়াল্লিসপাড়া গোয়ালজান, রাধারঘাট-১, রাধারঘাট-২ এবং সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েত গুলি বহরমপুর সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত। নবগ্রাম বিধানসভা কেন্দ্রটি ৯ নং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
১৯৯১ সালে সিপিআইএমের শিশিরকুমার সরকার কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরীকে পরাজিত করেছিল। ১৯৮৭ ও ১৯৮২ সালে সিপিআইএমের বীরেন্দ্রনারায়ণ রায় কংগ্রেসের প্রদীপ মজুমদার ও ১৯৭৭ সালে জনতা পার্টির দুর্গাপদ সিংহ পরাজিত করেন। পরে কংগ্রেসের প্রদীপ মজুমদার বহরমপুর পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ১৯৭২ সালে কংগ্রেসের আদিত্যচরণ দত্ত এই আসনে জয়ী হয়েছিলেন। ১৯৭১ ও ১৯৬৯ সালে নির্দলের বীরেন্দ্রনারায়ণ রায় এই আসনে জেতেন। তার আগে ১৯৬৭ সালে কংগ্রেসের এ. কে. বক্সী এই আসনে জিতেছিলেন। এর আগে অবশ্য নবগ্রাম কেন্দ্রটি ছিল না।
২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের মুকুল মণ্ডল নবগ্রাম কেন্দ্র থেকে জেতেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রথীন ঘোষকে পরাজিত করেন মুকুল। ২০০১ সালে সিপিআইএমের নৃপেন চৌধুরী কংগ্রেসের অরিত মজুমদারকে এই আসনে পরাজিত করেন।২০০০ সালের ১৭ ফেব্রুয়ারির উপনির্বাচনে বিধায়ক অধীররঞ্জন চৌধুরী বহরমপুর (লোকসভা কেন্দ্রের) সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। আবার এই উপনির্বাচনেই সিপিআইএমের নৃপেন চৌধুরী কংগ্রেসের শ্যামল রায়কে পরাজিত করেন। ১৯৯৬ সালের নির্বাচনে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সিপিআইএমের মুজাফফার হোসেনকে পরাজিত করেন।
২০১৬ বিধানসভা নির্বাচন
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী কানাইচন্দ্র মণ্ডল জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯৯ হাজার ৫৪৫৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ সাহা। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৬১ হাজার ১০২৷ সিপিএম প্রার্থী কানাইচন্দ্র মণ্ডল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ সাহাকে ৩৮ হাজার ৪৪৩ ভোটে পরাজিত করেন।
২০২১ বিধানসভা নির্বাচন
এই তফশিলি কেন্দ্রে এ বারের তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন কানাইচন্দ্র মণ্ডল। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন মোহন হালদার।অন্য দিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন সিপিআইএমের সিপিএম কৃপালিনী ঘোষ। উল্লেখ্য, চিরকাল বাম দূর্গ বলে পরিচিত নবগ্রামে, গত লোকসভা নির্বাচনে সামনের সারিতে উঠে এসেছে বিজেপি। রীতিমতো বাম শিবিরকে পেছনে ফেলে তারাই এখন তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। হারানো ক্ষমতা ফিরে পেতে তাই মরিয়া বাম শিবির।
বিদায়ী বিধায়ক: কানাইচন্দ্র মণ্ডল প্রাপ্ত ভোট: ৯৯,৫৪৫ মোট ভোটার: ২২২৭৮৫ ভোট শতাংশ: ৮১.৫৬ মোট প্রার্থী: ৬