বৃদ্ধ স্বামীর খণ্ড-বিখণ্ড দেহ, বঁটি দিয়ে কোপালেন স্ত্রী

শনিবার সকালে, সেই ওষুধ দিতেই দাদুর কাছে যান নাতি উজ্জ্বল বিশ্বাস। কিন্তু বাড়িতে গিয়ে দাদুকে না পেয়ে খোঁজ শুরু করেন। তারপরেই বাড়ির মধ্যে থেকেই উদ্ধার হয়, অমলবাবুর খণ্ড-বিখণ্ড দেহ।

বৃদ্ধ স্বামীর খণ্ড-বিখণ্ড দেহ, বঁটি দিয়ে কোপালেন স্ত্রী
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 3:06 PM

নদিয়া : শনিবার সকালে দাদুর দেখা করতে এসেছিলেন নাতি। কিন্তু দাদুর দেখা না পেয়ে তাঁর খণ্ড-বিখণ্ড দেহ দেখতে পেলেন নাতি। নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার(Nadia) ধানতলায়।

আরও পড়ুন দেশে এক কোটি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

নদিয়ার(Nadia) ধানতলা থানার বরণবেড়িয়া গ্রামের মাইল পাড়া এলাকার বাসিন্দা বছর ৬৮ এর অমল বিশ্বাস তাঁর স্ত্রী বীণাপাণি বিশ্বাসের সঙ্গে একাই থাকতেন। শুক্রবার রাতে বৃদ্ধ অমলবাবুর জন্য ওষুধ কিনতে যান তাঁর ছেলে। শনিবার সকালে, সেই ওষুধ দিতেই দাদুর কাছে যান নাতি উজ্জ্বল বিশ্বাস। কিন্তু বাড়িতে গিয়ে দাদুকে না পেয়ে খোঁজ শুরু করেন। তারপরেই বাড়ির মধ্যে থেকেই উদ্ধার হয়, অমলবাবুর খণ্ড-বিখণ্ড দেহ।

আরও পড়ুনতৃণমূল আদৌ ১০০ পেরোবে কিনা সন্দিহান মুকুল

পরিবারের অভিযোগ, বীণাপাণী দেবী দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন। অবসাদের জেরে শুক্রবার রাতে নিজের স্বামীকে দা আর বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন বীণাপাণী। পারিবারিক কোনও অশান্তিও ছিল না তাঁদেরল এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন :   পিছু পিছু বনশ্রী, শুভেন্দু যেন ‘হ্যামলিনের বাঁশিওয়ালা’

প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, মানসিক অবসাদের জেরেই নিজের স্বামীকে খুন করেছেন বীণাপাণি দেবী। শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে ধানতলা এলাকার পুলিস। ধৃত বীণাপাণি দেবীকে রানাঘাট আদালতে পাঠানো হয়েছে ।