বিজেপিতে ‘অশিক্ষিতরা’ রয়েছে! শান্তনু ঠাকুরের সিএএ-সভার সমালোচনা সাংসদ মহুয়া মৈত্রর

মহুয়ার সাফ কথা, যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে ততদিন সিএএ বলবৎ করতে দেবে না তাঁর দল।

বিজেপিতে 'অশিক্ষিতরা' রয়েছে! শান্তনু ঠাকুরের সিএএ-সভার সমালোচনা সাংসদ মহুয়া মৈত্রর
ছবি-ফেসবুক
Follow Us:
| Updated on: Nov 22, 2020 | 9:21 AM

TV9 বাংলা ডিজিটাল: কেন্দ্র সংশোধিত নাগরিকত্ব বিল আনার পর থেকেই তার তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকার। সিএএ (CAA) প্রসঙ্গে একাধিকবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কড়া নিশানা করেছেন কেন্দ্রকে। আরও একবার সিএএ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যে দ্রুত সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ করার দাবিতে নদিয়ায় মতুয়াদের নিয়ে রাস্তায় নামেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। যার তীব্র নিন্দা করে পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)।

ঢাক ঢোল পিটিয়ে বগুলায় সভা শেষে সাংবাদিকদের বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর জানান, কেন্দ্রের কাছে সঠিক ভাবে সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ করার আবেদন জানাতেই মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়ের এই বৃহত্তর সমাবেশ। তিনি এ-ও জানান যে এর আগেও একাধিক বার কেন্দ্রের কাছে সিএএ বলবৎ করার জন্য আবেদন করেছে মতুয়া সম্প্রদায়। সে প্রক্রিয়ায় দ্রুততা আনার জন্যই ফের এই সমাবেশ।

নদিয়ায় এই সমাবেশকে তীব্র কটাক্ষ করেছেন নদিয়া জেলার তৃণমূল নেত্রী তথা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি সরাসরি ‘অশিক্ষিত’ বলে আক্রমণ করেছেন বিজেপি নেতৃত্বকে। মহুয়ার সাফ কথা, যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে ততদিন সিএএ বলবৎ করতে দেবে না তাঁর দল। অনেক মিথ্যেবাদী রয়েছে বিজেপিতে, এই বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

আরও পড়ুন: লুকিয়ে প্রেম করার ‘অপরাধে’ প্রেমিককে বেধড়ক মার প্রেমিকার দাদাদের

মতুয়া প্রসঙ্গে মহুয়া জানান, মতুয়া সম্প্রদায় এ দেশেরই নাগরিক। তাদের ভুল বোঝানো হচ্ছে বলেও অভিযোগ করেন কৃষ্ণনগরের সাংসদ। সামনেই একুশের নির্বাচন। ভোটের বাদ্যি ইতিমধ্যেই বেজে গিয়েছি। প্রত্যেক দলই নিজেদের সংগঠন গুছিয়ে নিচ্ছে। এই সময় মতুয়া সম্প্রদায়কে নিয়ে শান্তুনু ঠাকুরের এই সমাবেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুধু নদিয়ায়ই নয়, অধিকারী গড় পূর্ব মেদিনীপুর থেকেও উঠছে সিএএ বলবৎ করার তীব্র দাবি। ১৯ নভেম্বর যে রামনগরে ‘মেগা শো’ করেছিলেন শুভেন্দু অধিকারী, সেখানেই শনিবার যোগদান কর্মসূচি করল বিজেপি। সেখানে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করার পাশপাশি দাবি তোলেন সিএএ বলবৎ করার প্রসঙ্গেও।