করোনায় মৃত্যু তেহট্টের প্রাক্তন বিধায়ক গৌরিশঙ্কর দত্তের

একুশের ভোটের আগে (West Bengal Assembly Election 2021) তৃণমূল (TMC) ছেড়ে বিজেপি (BJP)- তে যোগ দেন একদা মমতা ঘনিষ্ঠ গৌরীশঙ্কর দত্ত (Gouri Shankar Dutt)।

করোনায় মৃত্যু তেহট্টের প্রাক্তন বিধায়ক গৌরিশঙ্কর দত্তের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 29, 2021 | 1:37 PM

নদিয়া: ফের রাজনৈতিক মহলে করোনার থাবা। এবার করোনা আক্রান্ত (Corona Infected) হয়ে প্রয়াত হলেন নদিয়া জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা তেহট্ট বিধানসভার বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর দত্ত (Gouri Shankar Dutt)।

একুশের ভোটের আগে (West Bengal Assembly Election 2021) তৃণমূল (TMC) ছেড়ে বিজেপি (BJP)- তে যোগ দেন একদা মমতা ঘনিষ্ঠ এই নেতা। বুধবার কলকাতার আপেলো হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, কিছুদিন আগে করোনা সংক্রমিত হন গৌরীশঙ্কর।

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন গৌরিশঙ্কর দত্ত। ২০১১ সালে তাঁকে তেহট্ট বিধানসভা থেকে টিকিট দেয় দল। তবে সেবার হেরে যান। ২০১৬ সালে ওই আসন থেকেই জিতে বিধায়ক হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী হওয়া সত্ত্বেও একুশের ভোটে তাঁকে প্রার্থী করেনি দল। তাঁর জায়গায় টিকিট দেওয়া হয় তাপস সাহাকে। যা নিয়ে এক রকম অভিমান করেই তৃণমূল ছেড়েছিলেন গৌরিশঙ্করবাবু।

আরও পড়ুন: আবারও দুঃসংবাদ, করোনায় প্রয়াত হলেন চিত্র পরিচালক

তবে দলবদল করলেও গৌরীশঙ্কর বিজেপি-র কাছে টিকিট চাননি। এ নিয়ে তেহট্টের বিদায়ী বিধায়ক বলেছিলেন, ‘‘যে দলটা ২০ বছরের বেশি সময় ধরে করলাম তাঁরা যখন এমন ভাবে বাদ দিল। তাহলে যে দলটা ২০ মিনিটও ভালো করে করিনি সেখানে কীভাবে টিকিটের প্রত্যাশা করব?’’ এহেন প্রবীণ নেতার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে রাজনৈতিক মহল।