Nadia Flour Recover: শনিবার সকাল থেকে উত্তপ্ত এলাকা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলেছে এলাকাবাসীদের। কেউ কেউ বলছেন, “রেশন দুর্নীতিতে সব থেকে বড় দুর্নীতি আজ দেখা গেল নদিয়ার এই এলাকায়।”
রেশনের আটা প্যাকেট পরিবর্তন করে নতুন প্যাকেট ভরে সিল বাজারজাত করার অভিযোগ উঠেছে নদিয়ার তাহেরপুরে। শনিবার সকাল থেকে এই ইস্যুতে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
এক ব্যবসায়ীর গুদামঘর থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা আটা। সকাল থেকে চলছে এলাকাবাসীদের বিক্ষোভ। ওই এলাকাতেই একটি কলাবাগানের মধ্যে পড়ে রয়েছে রেশনের আটার খালি প্যাকেট। সরকারি আটার খালি প্যাকেট পড়ে রয়েছে কলাবাগানের ভিতরে।
কলাবাগানের মধ্যে কার্যত প্যাকেটের স্তূপ জমে রয়েছে। খালি পড়ে থাকা আটার প্যাকেটগুলির গায়ে ছাপানো রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও গণবণ্টন দফতরের নাম।
বিক্ষুব্ধ এলাকাবাসীদের অভিযোগ, করোনার সময় থেকেই এই ধরনের অসাধু কারবার শুরু হয়েছিল। তাঁদের বক্তব্য, আগে বস্তা বোঝাই মাল আসত, আবার বস্তা বোঝাই হয়েই চলে যেত। কিন্তু সম্প্রতি প্যাকেট কেটে অন্য বস্তায় ঢুকিয়ে সেগুলি বাজারজাত করা হচ্ছে।
শনিবার সকাল থেকে উত্তপ্ত এলাকা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলেছে এলাকাবাসীদের। কেউ কেউ বলছেন, “রেশন দুর্নীতিতে সব থেকে বড় দুর্নীতি আজ দেখা গেল নদিয়ার এই এলাকায়।”
অপর এক বিক্ষুব্ধ এলাকাবাসীর বক্তব্য, “পাবলিক ঠিকভাবে রেশন পায় না। কখনও বলে লিঙ্ক আসছে না, কখনও আঙুলের ছাপ ঠিকঠাক আসে না। আর গরিব মানুষেৎ খাবার নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা চলছে।”
এলাকাবাসীদের ক্ষোভ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, তাঁকে নাকি এর আগেও গ্রামবাসীরা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তি আবার ছাড়া পেয়ে যান বলে দাবি এলাকাবাসীদের।
সকাল থেকে ওই ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। ঘরে তালাবন্ধ করে চলে বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে, পুলিশর সামনেও একপ্রস্থ বিক্ষোভ চলে।
পরে পুলিশ বিক্ষুব্ধ গ্রামবাসীদের হাত থেকে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। বাজেয়াপ্ত করা হয়েছে বস্তা বস্তা আটাও।
রাজ্যজুড়ে যখন রেশন দুর্নীতির অভিযোগে জোরকদমে তদন্ত চালাচ্ছে ইডি, তখন নদিয়ার তাহেরপুরের এই অভিযোগ রেশন কেলেঙ্কারির অভিযোগে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।