Nadia: শরীর থেকে অঝোরে গড়াচ্ছে রক্ত, ব্যক্তির মর্মান্তিক পরিণতির পিছনে শিউরে ওঠার মত কারণ

Nadia: যদিও, গোটা ঘটনায় পরিবারের কাছে খবর পৌঁছয়। এরপর পরিবারের লোকজন এরপর শ্যামলকে উদ্ধার করে নিয়ে যায় বাগআঁচড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

Nadia: শরীর থেকে অঝোরে গড়াচ্ছে রক্ত, ব্যক্তির মর্মান্তিক পরিণতির পিছনে শিউরে ওঠার মত কারণ
আহত ব্যক্তি (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 2:05 PM

শান্তিপুর: টাকা পাওনা ছিল। সেই কারণে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন। তবে তার পরিণতি এমন দাঁড়াবে হয়ত বুঝে উঠতে পারেননি। পাওনা টাকা চাইতে গেলে এক জামাকাপড় ফেরিওয়ালা ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন আক্রান্ত ওই ব্যবসায়ী।

সোমবার শান্তিপুর লক্ষ্মীনাথপুর এলাকায় দুর্যোধন ধারা নামে এক ব্যক্তির বাড়িতে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন শান্তিপুর হরিপুর হরপ্রসাদ কলোনির বাসিন্দা শ্যামল কুণ্ড। পাওনা টাকা চাওয়ার শেষে বাড়িতে ফেরেন শ্যামল। অভিযোগ, সেই সময় হঠাৎই দুর্যোধন ধরা নামে ওই ব্যক্তি পিছন থেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন ব্যবসায়ী শ্যামল কুন্ডুকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তাঁর চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী।

যদিও, গোটা ঘটনায় পরিবারের কাছে খবর পৌঁছয়। এরপর পরিবারের লোকজন এরপর শ্যামলকে উদ্ধার করে নিয়ে যায় বাগআঁচড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিপুর হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। তবে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারার কারণে ওই ব্যক্তির মাথার বিভিন্ন অংশে গুরুতর ক্ষত হয়। যার কারণে রক্তক্ষরণ প্রবল হয়।

পরিবার সূত্রে খবর, বর্তমানে ওই ব্যবসায়ী শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। যদিও গতকাল রাতেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। এরপর আজ অভিযুক্তকে আদালতে তোলা হয়। অন্যদিকে পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলে দুপক্ষের মধ্যে মারামারি হয় আহত হয় অভিযুক্ত দুর্যোধন ধারাও। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।