Nadia: ঝলসে মৃত্যু ৩ হাজারেরও বেশি প্রাণের! নদিয়ায় বিধ্বংসী আগুন
Nadia Fire: যদিও এলাকাবাসী আগেই বালতি দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। বাড়ি থেকেই বালতি, গামলা করে জল ঢালতে থাকেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।
নদিয়া: কোনটা অর্ধদগ্ধ, কোনটা একশো শতাংশই বার্নড। প্রায় তিন হাজারেরও বেশি প্রাণ ঝলসে গিয়েছে। পোলট্রি ফার্মে বিধ্বংসী আগুন। আর তাতে ঝলসে মৃত্যু তিন হাজারেরও বেশি মুরগির। ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়ার মালিপোতা এলাকায়। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। কান্নায় ভেঙে পড়েন ফার্মের মালিক।
ফার্মের মালিক সুদীপ বিশ্বাস জানান, শুক্রবার সকালে তিনি ফার্মের পাশেই দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দেখেন ফার্মের ভেতরে আগুন লেগে গিয়েছে। নিমিশের মধ্যে আগুনের তীব্রতা ছড়িয়ে যায় গোটা পোল্ট্রি ফার্মে। এরপর ভস্মীভূত হয়ে যায় গোটা ফার্ম। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।
যদিও এলাকাবাসী আগেই বালতি দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। বাড়ি থেকেই বালতি, গামলা করে জল ঢালতে থাকেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে মৃত্যু হয় মুরগিগুলোর। মালিকের দাবি, ১০ থেকে ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর। দমকল আধিকারিকের মতে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার সম্ভাবনা। তবে এর পিছনে আর অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।