Nadia Murder: মামীর সঙ্গে স্বামীর সম্পর্ক, পাঁচ মাসের দাম্পত্যে ঘর থেকে উদ্ধার নববধূর দেহ! চাঞ্চল্য
Nadia Murder: তরুণেরও এটি দ্বিতীয় বিয়ে। তবে অভিযোগ তরুণের সঙ্গে মামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।
নদিয়া: মামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। তার জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ। এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শান্তিপুরের ফুলিয়ায় চাপাতলা সরকার পাড়া এলাকায়। গৃহবধূর শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোনালি মজুমদার। জানা গিয়েছে, সোনালির সঙ্গে পাঁচ মাস আগে বিয়ে হয়েছিল তরুণের। সোনালির এটা দ্বিতীয় বিয়ে। এদিকে, তরুণেরও এটি দ্বিতীয় বিয়ে। তবে অভিযোগ তরুণের সঙ্গে মামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেটি জানতে পেরেছিলেন সোনালি। প্রতিবাদ করলে কপালের জুটতো মারধর। সোনালির বাবার বাড়ির সদস্যরা বিষয়টা জানতেন। বুঝিয়ে মেয়ের সংসার বাঁচানোর চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু সংসারে বাঁচাতে গিয়ে চলে যায় মেয়ের প্রাণটাই। শনিবার বেলা বারোটা নাগাদ ওই গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়। গৃহবধূর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। গৃহবধূর বাবা বিশ্বনাথ কর্মকার বলেন, “কালই সকাল সাড়ে দশটা নাগাদ সোনালি ফোন করেছিল। বলেছিল আর বেশিদিন বাঁচব না দাদা। এই বলেই ফোন কেটে দেয় মেয়ে। বেলা বারোটা নাগাদ মেয়ের শ্বশুরবাড়ির প্রতিবেশীরা খবর দেন মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।”
মেয়ের শ্বশুরবাড়ির প্রতিবেশীদের কাছ থেকেই প্রথমে খবরটা পেয়েছিল সোনালির পরিবার। অভিযোগ, মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে তারা দেখেন জামাই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। শাশুড়ি কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরপরই তাঁরা শান্তিপুর থানায় গিয়ে খুনের অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে জামাই শাশুড়িকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ।