Bangladesh News: লুকিয়ে-লুকিয়ে ভারতে প্রবেশ? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগ্য জবাব দিল পুলিশ

Nadia: এরপরই শনিবার দিনভর তল্লাশি চালিয়ে গারাপতা থেকে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা ভারতে প্রবেশ করেছিলেন। তবে তাঁদের সঙ্গে আরও কেউ এ দেশে প্রবেশ করেছে কি না তা জানতে শুরু হয়েছে তল্লাশি।

Bangladesh News: লুকিয়ে-লুকিয়ে ভারতে প্রবেশ? বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগ্য জবাব দিল পুলিশ
নদিয়ায় গ্রেফতার বাংলাদেশিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2024 | 4:23 PM

নদিয়া: ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটের আবহে যখন উত্তপ্ত পুরো দেশ সেই সময় আবার বেআইনিভানে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কয়েকজন বাংলাদেশির। আর তাদেরই হাতেনাতে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাস্থল নদিয়ার হাঁসখালি। পুলিশ সূত্রের খবর, গত ১৬ তারিখ রাত্রিবেলা হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে একাধিক নারী ও পুরুষ ভারতে অনুপ্রবেশ করেছে। শুধু তাই নয়, তাঁরা এ দেশে প্রবেশ করে লুকিয়ে রয়েছে।

এরপরই শনিবার দিনভর তল্লাশি চালিয়ে গারাপতা থেকে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা ভারতে প্রবেশ করেছিলেন। তবে তাঁদের সঙ্গে আরও কেউ এ দেশে প্রবেশ করেছে কি না তা জানতে শুরু হয়েছে তল্লাশি। রবিবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তুলেছে হাঁসখালি থানার পুলিশ।