দুই বন্ধু গেম খেলছিলেন, ইয়ারফোন থাকায় শব্দটা কানে পৌঁছয়নি তাঁদের! একসঙ্গে শেষ দুটি প্রাণ

রেললাইনে বসে ইয়ারফোন লাগিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) পাঁচবেরিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায়।

দুই বন্ধু গেম খেলছিলেন, ইয়ারফোন থাকায় শব্দটা কানে পৌঁছয়নি তাঁদের! একসঙ্গে শেষ দুটি প্রাণ
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 25, 2021 | 12:56 PM

নদিয়া: রেললাইনে বসে ইয়ারফোন লাগিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) পাঁচবেরিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায়।

সূত্রের খবর শনিবার রাত আটটা নাগাদ রেললাইনের ধারে বসে ছিলেন আরিফুল ধাবক, বাপ্পা শেখ নামে স্থানীয় দুই যুবক। ইয়ারফোন লাগিয়ে গেম খেলছিলেন তাঁরা। শিয়ালদাগামী ডাউন লাইনের ট্রেন চলে এলেও খেয়াল করেননি কেউ। যতক্ষণে নজর পড়ে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের।

আরও পড়ুন: লড়াই শেষ! মৃত্যু করোনা আক্রান্ত খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার

দুজনেই ধানতলা থানার পাঁচবেড়িয়া স্টেশন সংলগ্ন রাজাপুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা রেললাইনের ওপর বসে হেডফোন লাগিয়ে গেম খেলছিলেন।মোবাইলে এতটাই ব্যস্ত ছিলেন তাঁরা, স্থানীয়দের চিৎকারও কানে যায়নি তাঁদের। মৃতদেহ দুটি রানাঘাট জিআরপি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।