Physical Assault: ৮ বছরের মেয়ের সঙ্গে অসভ্যতা? অভিযুক্তকে উচিত শিক্ষা দিল প্রতিবেশী
Physical Assault: নদিয়ার ধানতলা থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, বছর ৩৫-এর ওই ব্যক্তি এলাকার এক নাবালিকাকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, নাবালিকা তৃতীয় শ্রেণিতে পড়ত। এই ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা।
নদিয়া: নাবালিকার সঙ্গে অভব্য আচরণ। অভিযোগ, বছর আটের ওই নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। হাতেনাতে ধরা পড়তেই অভিযুক্তকে গাছে বেঁধে গণধোলাই দিল জনতা।
নদিয়ার ধানতলা থানা এলাকার ঘটনা। জানা গিয়েছে, বছর ৩৫-এর ওই ব্যক্তি এলাকার এক নাবালিকাকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, নাবালিকা তৃতীয় শ্রেণিতে পড়ত। এই ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা।
অভিযুক্ত ব্যক্তিকে ধরে মারধর করে গাছের সাথে বেঁধে রাখেন তাঁরা। পরে খবর পেয়ে ধানতলা থানার পুলিশ পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে। তারপর রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় তাঁকে। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। তিনি বলেছেন এই ঘটনার সম্পর্কে তিনি কিছু জানেন না।