Govt Hospital: ২৪ ঘণ্টা বিদ্যুৎ নেই সরকারি হাসপাতালে, অন্ধকারে রোগীরা

নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামীন হাসপাতাল এটি। এই হাসপাতালের উপর নির্ভরশীল কৃষ্ণগঞ্জ, হাঁসখালী, ভীমপুর ও চাপড়ার এলাকার বেশ কিছু অংশের রোগীরা। বাংলাদেশের রোগীরাও এখানে আসেন চিকিৎসা করাতে। হাসপাতালের এই অবস্থা দেখে রোগীরা কষ্টে ও আতঙ্কে রয়েছে।

Govt Hospital: ২৪ ঘণ্টা বিদ্যুৎ নেই সরকারি হাসপাতালে, অন্ধকারে রোগীরা
বিদ্যুৎবিচ্ছিন্ন হাসপাতাল
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 7:14 AM

কৃষ্ণগঞ্জ: প্রায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকল হাসপাতাল। বিকল হাসপাতালের জেনারেটরও। এর জেরে অন্ধকারে গরমের মধ্যে থাকতে হচ্ছে রোগীদের। সব দেখেও হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জের গ্রামীণ হাসপাতালের। শনিবার বিকেল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় রাতের অন্ধকারে গরমের মধ্যে সমস্যায় রোগীরা। হাসপাতাল সূত্রে জানা যায় যে, ঝড়ের দাপটে মেইন লাইনে সমস্যা হয়েছে। সেই জন্য শনিবার বিকাল থেকে থেকে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে । অন্যদিকে হাসপাতালের নিজস্ব জেনেরেটার বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে । বিদ্যুৎ না থাকলেই অন্ধকার হযয়ে পড়ে হাসপাতাল। এ বিষয়ে প্রশাসনের নজরদারির অভাবের অভিযোগ উঠছে।

নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামীন হাসপাতাল এটি। এই হাসপাতালের উপর নির্ভরশীল কৃষ্ণগঞ্জ, হাঁসখালী, ভীমপুর ও চাপড়ার এলাকার বেশ কিছু অংশের রোগীরা। বাংলাদেশের রোগীরাও এখানে আসেন চিকিৎসা করাতে। হাসপাতালের এই অবস্থা দেখে রোগীরা কষ্টে ও আতঙ্কে রয়েছে। ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি। তবে এই গরমে ও অন্ধকারে কষ্টের মধ্যে থাকায় রোগীদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ায় এবং স্বাস্থ্য দফতরের উদাসীনতার কারণে ক্ষুব্ধ রোগী এবং রোগীর পরিবাররা।